নাব্যতা সংকট ও স্রোতের কারণে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ

প্রতিনিধির পাঠানো ছবি

যোগাযোগ

নাব্যতা সংকট ও স্রোতের কারণে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ

  • লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশিত ১৩ অক্টোবর, ২০২০

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম প্রবেশ পথ হিসেবে সুপরিচিত মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌ-রুটে চ্যানেলের নাব্যতা সংকট ও প্রবল স্রোতের কারণে গতকাল সোমবার বিকাল ৩টা থেকে আজ মঙ্গলবার ও সকাল থেকে ২য় দিনের মত বন্ধ রয়েছে সকল প্রকার ফেরি চলাচল।

বিআইডব্লিউটিসি’র শিমুলিয়া ঘাট সূত্রে জানান যায়, গেল কয়েক সপ্তাহ ধরে দিনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কে-টাইপ ও ছোট ফেরি দিয়ে এ নৌ-রুটটি সচল রাখা হলেও বর্তমানে মূল পদ্মা পার হয়ে, লৌহজং টার্নিং পয়েন্টে পদ্মা সেতুর চ্যানেলের মুখের ৩০ থেকে ৪০ ফুট জায়গায় পানি কম থাকায়, প্রবল স্রোত ও নাব্যতা সংকট তৈরি হওয়ায় এ নৌ-রুটের ছোট ফেরিগুলোও চলাচল করতে পারছেনা। এ ছাড়াও স্রোতের কারণে ড্রেজিং কার্যক্রম বিঘ্নিত হওয়ায় বন্ধ রয়েছে ফেরি চলাচল। তাই ঘাট এলাকায় পারাপারের অপেক্ষায় রয়েছে শতাধিক পণ্যবাহী ট্রাক ও ক্যাভার ভ্যান সহ অন্যান্য যানবাহন। ফলে ঘাট এলাকায় চরম দূর্ভোগ ও ভোগান্তির স্বীকার হচ্ছে যানবাহনের চালক শ্রমিক ও যাত্রীরা। তবে লঞ্চ ও সি-বোট চলাচল স্বাভাবিক রয়েছে।

এ বিষয়ে বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের সহ-উপ মহাব্যবস্থাপক শফিকুল ইসলাম জানান, পদ্মা সেতুর লৌহজং টার্নিং পয়েন্টে চ্যানেলে নাব্যতা সংকট ও পানির গভীরতা ৩ থেকে ৪ ফুটে নেমে আসার কারনে দফায় দফায় বাধ্য হয়েই বন্ধ রাখতে হচ্ছে এই নৌ-রুটের ফেরি চলাচল।

ফলে এই নৌ-রুটে ঘাট পারাপারের অপেক্ষমান সকল যানবাহনকে বিকল্প পথ ব্যবহারের জন্য অনুরোধ জানান তিনি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads