নাটোরে করোনা সংক্রেনের হার বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ২৪ঘন্টায় ১৫৪টি নমুনা পরীক্ষা করে ৮২জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এরমধ্যে ৫৯জনই নাটোর সদর উপজেলায়।
এছাড়া করোনায় মৃত্যু হয়েছে আরও একজনের। এ নিয়ে জেলায় মোট মৃত্যু সংখ্যা দাঁড়িয়েছে ৩২ জনে। বর্তমানে সদর হাসপাতালে ভর্তি রয়েছে ৩৯ জন করোনা রোগী।
এদিকে সংক্রমণ কমিয়ে আনতে নাটোর এবং সিংড়া পৌরসভায় তৃতীয় দিনের মতো লকডাউন চলছে। লকডাউনে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ। নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকান ছাড়া বন্ধ রয়েছে সকল দোকানপাট।