নাটোরে পানিতে ডুবে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীর মৃত্যু

পানিতে ডুবে নিহত শিক্ষার্থী আফসানা মিমি

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

নাটোরে পানিতে ডুবে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীর মৃত্যু

  • নাটোর প্রতিনিধি
  • প্রকাশিত ২৮ জুলাই, ২০১৯

নাটোরের নলডাঙ্গায় পানিতে ডুবে আফসানা মিমি নামক চতুর্থ শ্রেণীতে পড়ূয়া এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

আজ রোববার (২৮ জুলাই) বিকালে উপজেলায় রেলওয়ে খালের এঘটনা ঘটে। নলডাঙ্গা থানার ওসি শফিকুর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।

নিহত আফসানা মিমি নলডাঙ্গা উপজেলার সোনাপাতিল প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী এবং একই এলাকার আফছার আলীর মেয়ে।

নিহতের বাবা আফছার আলী জানান, তিনি স্থানীয় রেলষ্টেশনে কুলির কাজ করেন। প্রতিদিনের মত আজ বিকেলে মিমি স্কুল থেকে বাসায় ফিরে হাত-মুখ ধুতে খালের পানির কাছে যায়। এক পর্যায়ে পা পিছলে সে খালের পানিতে ডুবে যায়। তার চিৎকার শুনে পরিবারের সদস্যরা পানিতে নেমে মিমিকে উদ্ধার করেন। তিনি মিমিকে নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মিমিকে মৃত ঘোষণা করেন।

নলডাঙ্গা থানার ওসি শফিকুর রহমান জানান, তিনি বিষয়টি শুনেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানোর প্রক্রিয়া চলছে। 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads