সাইফুল ইসলাম সিংগাইর প্রতিনিধি:
কেরামত আলী মেমোরিয়াল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিকে ভুল চিকিৎসায় নবজাতকের পা দগ্ধ হওয়ার ঘটনায় গত সোমবার দুপুরে নবজাতকের বাবা শুকুর আলী বাদি হয়ে চিকিৎসক সহ চারজন কে আসামি করে সিংগাইর থানায় একটি মামলা দায়ের করেন । এ মামলার মূল আসামী চিকিৎসক সাকী পালাতক থাকলেও ঐ দিনই রাতে হাসপাতালে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছেন থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো , ঐ বেসরকারি হাসপাতালের নার্স শিরিনা আক্তার, আয়া রানী দাস, ক্যাশিয়ার মোঃ জাহিদ খান। ৪ ই এপ্রিল মঙ্গলবার সকালে তিন জন আসামি গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মিজানুর ইসলাম।
উল্লেখ, গত (১৮ মার্চ) ডা. কেরামত আলী মেমোরিয়াল হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে জয়মন্টপ ইউনিয়নের ঢোনখাল পাড় গ্রামের শুকুর আলীর অন্তঃসত্ত্বা স্ত্রী তাজ নাহার (২৫) সিজার করলে একটি পুত্র-শিশু জন্মগ্রহণ করেন।
ডা. মাহমুদা সুলতানা সাকির পরামর্শে নবজাতক শিশুটিকে থেরাপি দিলে তার দুই পায়ে পুড়ে দগ্ধ৷ হয়। এসময় শিশুটির অবস্থা আশস্কাজনক হলে হাসপাতাল কর্তৃপক্ষ ঢাকা স্থানান্তর করেন।
এ ব্যাপারে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর ইসলাম বলেন, উক্ত ঘটনায় তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে। জড়িত অন্যান্যদের গ্রেপ্তারের জোর চেষ্টা অব্যাহত রয়েছে।





