কলকাতার নির্মাতা সৃজিত মুখার্জিকে বিয়ে গত বছরের ৬ ডিসেম্বর বিয়ে করেছেন বাংলাদেশের মডেল ও অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা। গত ২৯ ফেব্রুয়ারি সন্ধ্যায় সৃজিতের রাজকুটিরে হয়েছে তাদের বিবাহোত্তর সংবর্ধনা। রাজকীয় সেই অনুষ্ঠানে হাজির ছিলেন কলকাতার একঝাঁক তারকা।
সেই রেশ কাটিয়ে এবার দুজনেই নিজেদের কাজে মন দিয়েছেন। এদিকে বিয়ের পরই মিথিলা তার ভক্তদের জন্য সুখবর নিয়ে হাজির হচ্ছেন। ‘হইচই’ ওয়েব প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলেছে মিথিলার অভিনীত ওয়েব সিরিজ ‘একাত্তর’। নাম শুনেই বোঝা যাচ্ছে এই ওয়েব সিরিজের বিষয়বস্তু বাংলাদেশের মুক্তিযুদ্ধ।
বাংলাদেশের ওয়েব সিরিজটিতে মিথিলা ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ইরেশ যাকের, নুসরাত ইমরোজ তিশা, মোস্তফা মনোয়ার, তারিক আনাম খান, শতাব্দী ওয়াদুদ, দীপান্বিতা মার্টিনসহ আরো অনেকে। ‘একাত্তর’ ওয়েব সিরিজটির পরিচালনায় রয়েছেন তানিম নূর।
‘হইচই’র পক্ষ থেকে জানানো হয়, স্বাধীনতা দিবস উপলক্ষে আগামী ২৬ মার্চ এটি তাদের অনলাইন প্ল্যাটফর্মে মুক্তি দেওয়া হবে।