নতুন মাদক হিসেবে পরিচিত ‘খাট বা এনপিএস’ বাংলাদেশেও নিষিদ্ধ হচ্ছে। নিষিদ্ধ করার প্রাথমিক উদ্যোগটি নিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। এ বিষয়ে ইতোমধ্যে প্রস্তাব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছে সংস্থাটি।
তেজগাঁওয়ের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কেন্দ্রীয় কার্যালয়ে গতকাল বুধবার অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন সংস্থার মহাপরিচালক মো. জামাল উদ্দীন আহমেদ।
তিনি বলেন, একটি চক্র সম্প্রতি এই মাদকটি ইথিওপিয়া ও সুদানসহ আফ্রিকার বিভিন্ন দেশ থেকে স্বল্পমূল্যে আমদানি করে। বাংলাদেশে প্যাকেটজাত হয়ে এটি গ্রিন টি নাম দিয়ে ইউরোপ-আমেরিকাসহ উন্নত বিশ্বের বিভিন্ন দেশে চড়ামূল্যে রফতানি করে থাকে। ইতোমধ্যে ১০-১২ জনের একটি চক্রকে আমরা চিহ্নিত করতে সক্ষম হয়েছি। যাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করার প্রক্রিয়া শুরু করা হয়েছে।
তিনি আরো বলেন, ‘খাট বা এনপিএস’ একটি ভয়াবহ মাদক। বিশ্বব্যাপী মাদকের তালিকায় এনপিএস বা খাটকে অন্তর্ভুক্ত করা হয়েছে। বাংলাদেশে একে নিষিদ্ধ ঘোষণা করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি প্রস্তাব পাঠানো হয়েছে।