নতুন বিজ্ঞাপনে মিথিলা

অভিনেত্রী মিথিলা

ছবি : সংগৃহীত

শোবিজ

নতুন বিজ্ঞাপনে মিথিলা

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ২১ নভেম্বর, ২০১৮

সম্প্রতি নতুন একটি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী মিথিলা। বিজ্ঞাপন নির্মাতা সৈয়দ আপন আহসানের নির্দেশনায় একটি বেসরকারি ব্যাংকের বিজ্ঞাপনে দেখা যাবে তাকে।

বিজ্ঞাপনে অংশ নেওয়া প্রসঙ্গে মিথিলা বলেন, ‘রাজধানীর কোক ফ্যাক্টরিতে বিজ্ঞাপনটির চিত্রায়ণে অংশ নিয়েছি। চিত্রায়ণের পুরোটা সময় ত্রপা মজুমদার আপা আমার সঙ্গে ছিলেন। যে কারণে গল্পে গল্পে বেশ ভালো সময় কেটেছে। তাছাড়া আপন ভাই খুব মেধাবী একজন নির্মাতা। তার নির্দেশনায় কাজ করে আমার ভীষণ ভালো লেগেছে। পুরো ইউনিটের আন্তরিকতায় আমি মুগ্ধ। সত্যিকার অর্থেই বিজ্ঞাপনটি নিয়ে আমি খুব আশাবাদী।’

সৈয়দ আপন আহসান জানান, ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে বিভিন্ন টেলিভিশনে প্রচার শুরু হবে বিজ্ঞাপনটির। বিজ্ঞাপনটির ক্রিয়েটিভ এজেন্সি হিসেবে কাজ করেছে ‘এক্সপ্রেশন’।

এদিকে ইফতেখার আহমেদ ফাহমির ‘একটি সবুজ ব্যাগ’ ও আর বি প্রীতমের ‘ওয়েলকাম টু ফ্যামিলি’ শিরোনামের দুটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন মিথিলা। ২০০৮ সাল থেকে ব্র্যাকের শিক্ষা ও গবেষণা বিভাগে গবেষক হিসেবে কর্মরত আছেন মিথিলা। বর্তমানে তিনি ব্র্যাক ইন্টারন্যাশনালের আর্লি চাইল্ড ডেভেলপমেন্টের প্রধান হিসেবে কর্মরত আছেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads