নতুন তিনটি স্মার্টফোন আনছে সনি

নতুন তিনটি স্মার্টফোন আনছে সনি

ছবি : ইন্টারনেট

তথ্যপ্রযুক্তি

মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০১৯

নতুন তিনটি স্মার্টফোন আনছে সনি

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ২৭ জানুয়ারি, ২০১৯

আগামী মাসেই স্পেনের বার্সোলোনায় অনুষ্ঠেয় মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০১৯ (এমডব্লিউসি) এ নিজেদের নতুন তিনটি স্মার্টফোন আনতে পারে জাপানের প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান সনি। প্রযুক্তি-বিষয়ক বিভিন্ন ওয়েবসাইটের তথ্যমতে ফ্ল্যাগশিপ স্মার্টফোনটি হতে পারে সনির এক্সপেরিয়া এক্স জেড সিরিজের চতুর্থ সংস্করণ এক্স জেড ফোর।

এ ছাড়া সনির মিড বাজেট এ এক্সপেরিয়া এক্সএ ৩ এবং এক্সএ ৩ আল্ট্রা এবং এক্সপেরিয়া এল ৩ মডেলেরও নতুন ডিভাইস উন্মোচন হতে পারে এবারের এমডব্লিউসিতে।

এক্স জেড ৪ নিয়ে প্রযুক্তি-বিষয়ক ওয়েবসাইট টেক রাডারে প্রকাশিত প্রতিবেদন অনুসারে এ ডিভাইসটিতে থাকছে ২১:৯ অ্যাস্পেক্ট রেশিও সমৃদ্ধ ৬.৫ ইঞ্চির ডিসপ্লে। যাকে পাওয়ারআপ করবে স্ন্যাপড্রাগন ৮৫৫, সঙ্গে থাকবে ইউএসবি টাইপ-সি এবং ৩৯০০ এমএএইচ ব্যাটারি। তবে ৩.৫ মিলিমিটার ইয়ারফোন জ্যাক থাকবে কি না সে ব্যাপারে এখনো তথ্য পাওয়া যায়নি। পেছনে থাকতে পারে ৩টি রিয়ার ক্যামেরা। দাম হতে পারে আনুমানিক ৯০০ মার্কিন ডলার।

এরপর আসার সম্ভাবনা আছে মিড বাজেট এ এক্সপেরিয়া এক্সএ ৩ এবং এক্সএ ৩ আল্ট্রা যাতে থাকতে পারে স্ন্যাপড্রাগন ৬৬০, ৬জিবি র্যাম এবং ৬৪ জিবি অনবোর্ড স্টোরেজ। সঙ্গে ডিসপ্লে থাকছে ৫.৯ ইঞ্চি ফুলএইচডি রেজুলেশনের। তবে পক্ষান্তরে এক্সএ ৩ আল্ট্রাতে থাকছে একই রেজ্যুলেশনের ৬.৫ ইঞ্চির ডিসপ্লে। এগুলোর মূল্য ধরা হতে পারে ৫০০ মার্কিন ডলারের আশপাশে।

একই সঙ্গে আসতে পারে এক্সপেরিয়া এল ৩ যা কি না ধারণা করা যাচ্ছে যে, একটি বাজেট সেগমেন্টের ফোন হতে যাচ্ছে। এতে থাকতে পারে স্ন্যাপড্রাগন ৬০০ সিরিজের কোনো চিপসেট, ৫.৭ ইঞ্চি ৭২০পি ডিসপ্লে, ১৩ এবং ৫ মেগাপিক্সেলের ডুয়াল ক্যাম। এর দাম আনুমানিক ৩০০ ডলারের মতো হওয়ার কথা।

প্রসঙ্গত, গেল বছরেই অক্টোবরে নিজেদের ফ্ল্যাগশিপ ফোন এক্স জেড ৩ লঞ্চ করেছিল জাপানের প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান সনি।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads