নগদে ঈদ বোনাস ক্যাম্পেইন

ফাইল ছবি

তথ্যপ্রযুক্তি

নগদে ঈদ বোনাস ক্যাম্পেইন

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ২২ মে, ২০১৯

পুরো রমজানজুড়ে প্রতিটি ডিজিটাল কেওয়াইসি নিবন্ধন এবং প্রতি ঘণ্টায় অ্যাকাউন্টে ক্যাশইনের জন্য বোনাস দেওয়ার ঘোষণা করেছে বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল ফিন্যান্সিয়াল সার্ভিস নগদ।

ঈদের আগেই নগদ গ্রাহকদের ঈদের বোনাসের স্বাদ পাইয়ে দিতে গ্রাহকদের জন্য থাকছে বিভিন্ন অফার। প্রতি ঘণ্টায় সর্বোচ্চ ক্যাশইন করা গ্রাহক পাবেন ৫ হাজার টাকা বোনাস। এ ক্ষেত্রে প্রতি ঘণ্টায় সর্বোচ্চ ক্যাশইনের সংখ্যা একাধিক হলে প্রথম ক্যাশইন করা গ্রাহক পাবেন এই বোনাস।

আর প্রতিদিন সর্বোচ্চ ক্যাশইন করা গ্রাহক দিনশেষে পেয়ে যাবেন ২৫ হাজার টাকার বোনাস। এ ক্ষেত্রেও একাধিক গ্রাহক সর্বোচ্চ ক্যাশইন করলে দিনের প্রথম সর্বোচ্চ ক্যাশইন করা গ্রাহক পেয়ে যাবেন এই বোনাসের অর্থ।

এছাড়া ঈদের বোনাস হিসেবে নগদ ডিজিটাল কেওয়াইসি সেবার মাধ্যমে নিজে থেকে নিবন্ধন আর ক্যাশইনের ক্ষেত্রে বোনাস দেবে নগদ। একজন গ্রাহক নগদ মোবাইল অ্যাপে নিজ থেকে গ্রাহক নিবন্ধন সম্পন্ন করলেই পেয়ে যাবেন ২০ টাকা বোনাস। আর নিজে নিজেই খোলা এই নতুন একাউন্টে পুরো রমজান মাসজুড়েই এক হাজার টাকা বা তার বেশি পরিমাণ অর্থের ক্যাশইনের ক্ষেত্রে প্রতিটি ক্যাশইনের জন্যে ৩০ টাকা করে বোনাস পৌঁছে যাবে গ্রাহকের হিসেবে।

এই ঈদ অফার রমজানের প্রথম দিন থেকে শুরু হয়ে চলবে চাঁদ রাত পর্যন্ত।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads