এম এ রাজ্জাক নওগাঁ প্রতিনিধি :
নওগাঁর পত্নীতলায় প্রতিবন্ধী ও অটিস্টিক শিক্ষার্থীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। সোমবার (০৬ মার্চ) দুপুরে উপজেলার আমবাটী বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের শিক্ষার্থীর মাঝে বিনামুল্যে হুইল চেয়ার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেন সংসদ সদস্য শহীদুজ্জামান সরকার।
পত্নীতলা উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ এর সভাপতীত্বে অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান আব্দুল গাফফার, নজিপুর পৌরসভার মেয়র রেজাউল করিম, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আখী আক্তার বক্তব্য রাখেন। পরে বিদ্যালয়ের ২৪ জন শিক্ষার্থীদের মাঝে হুইল চেয়ার বিতরন করেন প্রধান অতিথি ।