নওগাঁর সীমান্তে ফেন্সিডিল ও মদ উদ্ধার

নওগাঁর সীমান্তে অভিযান চালিয়ে ২৪৫ বোতল ভারতীয় ফেন্সিডিল এবং ০৩ বোতল রয়েল মদ উদ্ধার

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

নওগাঁর সীমান্তে ফেন্সিডিল ও মদ উদ্ধার

  • পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি
  • প্রকাশিত ২৮ জুলাই, ২০১৯

নওগাঁর সীমান্তে অভিযান চালিয়ে ২৪৫ বোতল ভারতীয় ফেন্সিডিল এবং ০৩ বোতল রয়েল মদ উদ্ধার করেছে ১৪ বর্ডার গার্ড ব্যাটালিয়ন সদস্যরা।

আজ রবিবার (২৮ জুলাই) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে পত্নীতলায় এ ঘটনা ঘটে।

জানা যায়, ব্যাটালিয়ন (১৪ বিজিবি) অধীনস্থ শিমুলতলী বিওপি'র টহল কমান্ডার মো.আবুল কালাম এর নেতৃত্বে একটি টহলদল সীমান্ত পিলার ২৫৮ হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রামচন্দ্রপুর নামক এলাকার একটি আম বাগানে অভিযান পরিচালনা করে ২৪৫ বোতল ভারতীয় ফেন্সিডিল এবং ০৩ বোতল রয়েল মদ উদ্ধার করে। উক্ত ঘটনার সাথে জড়িত কাউকে টহলদল আটক বা সনাক্ত করতে পারেনি।

এ বিষয়ে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) অধিনায়ক লেঃ কর্ণেল জাহিদ হাসান বলেন, আটককৃত মাদকদ্রব্য প্রচলিত নিয়ম অনুযায়ী ব্যাটালিয়ন সিজার ষ্টোরে জমা রেখে পরবর্তীতে জনসম্মুখে ধ্বংস করা হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads