ছবি : সংগৃহীত

শ্রমশক্তি

ধামরাইয়ে গ্লোবাল স্টিল কারখানা উদ্বোধন

  • ধামরাই (ঢাকা) প্রতিনিধি
  • প্রকাশিত ১৭ এপ্রিল, ২০১৮

আজিম গ্রুপের ঢাকার ধামরাইয়ের পারুহালা শৈলাবিলে গ্লোবাল স্টিল ইঞ্জিনিয়ারিং লিমিটেড নামে একটি কারখানার যাত্রা শুরু হয়েছে। গতকাল সোমবার দুপুরে প্রধানমন্ত্রীর বিদ্যুৎ খণিজ সম্পদ ও জ্বালানি উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী প্রধান অতিথি হিসেবে এ স্টিল শিল্প কারখানা উদ্বোধন করেন।

আজিম গ্রুপের নির্বাহী পরিচালক কমলেন্দু রায়ের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন- স্থানীয় সংসদ সদস্য এমএ মালেক, আজিম গ্রুপের চেয়ারম্যান ফজলুল আজিম, পাওয়ার গ্রিড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মাসুম আল বিরুনী, ব্যবস্থাপনা পরিচালক ফারহান মোহাম্মদ আজিম প্রমুখ।

ধামরাইয়ের পারুহালা শৈলাবিলে ২৫ একর জমির ওপর নির্মিত ‘গ্লোবাল স্টিল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডের এই কারখানা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads