ধামইরহাট সীমান্তে বিজিবির অভিযানে ফেনসিডিল আটক

নওগাঁর ধামইরহাট সীমান্ত থেকে ফেনসিডিল আটক করেছে বিজিবি

প্রতিনিধির পাঠানো ছবি

অপরাধ

ধামইরহাট সীমান্তে বিজিবির অভিযানে ফেনসিডিল আটক

  • ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
  • প্রকাশিত ৪ অক্টোবর, ২০১৯

নওগাঁর ধামইরহাট সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা অভিযান চালিয়ে ভারতীয় মদ ও ফেনসিডিল আটক করেছে।

গত বৃহস্পতিবার উপজেলার ধামইরহাট সীমান্তে রাত সাড়ে ৯টার দিকে  বিজিবি অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য আটক করে।

১৪ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল মো.জাহিদ হাসান পিবিজিএম জি-প্লাস বলেন, গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার পাগল দেওয়ান বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার আব্দুর রহিমের নেতৃত্বে বিজিবি সদস্যরা রুপনারায়ণপুর গ্রামে অভিযান চালায়। অভিযানে ৭০ বোতল ফেনসিডিল আটক করে।

অপর দিকে কড়িয়া বিওপির টহল কমান্ডার সুবেদার নুরুল আমিনের নেতৃত্বে কল্যাণপুর নামকস্থানে অভিযান চালিয়ে ৬৩ বোতল ফেনসিডিল আটক করা হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads