ধানের দাম কম থাকায় ঈদ বাজার মন্দা

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

ধানের দাম কম থাকায় ঈদ বাজার মন্দা

  • নেত্রকোনা প্রতিনিধি
  • প্রকাশিত ১ জুন, ২০১৯

হাওড়দ্বীপ নেত্রকোনায় ধানের দর কম থাকায় ঈদ বাজারে মন্দা ভাব দেখা দিয়েছে। জেলা শহরের ছোট বড় বিভিন্ন বিপনীবিতানগুলোতে ক্রেতাদের খুব ভিড় নেই।

স্থানীয়রা জানান, ধানের ন্যায্য দাম না থাকায় কৃষি প্রধান এ এলাকার অধিকাংশ কৃষিজীবি পরিবার রয়েছে অর্থ সংকটে। তাই খুব সহজে কেনাকাটা করতে মার্কেটে আসছেন না তারা। কেউ কেউ কোন রকমে ধার-দেনা করে আসলেও অনেক দরাদরি করে সাধ্যের মধ্যে রেখে সন্তানদের চাহিদা মেটানোর চেষ্টা করছেন।

তবে সরকারি-বেসরকারি কিছু চাকরিজীবীরা আছেন তারা কেনাকাটা করছেন। কিন্তু তাদের অভিযোগ বিক্রেতারা সব কিছুতেই দাম হাকছেন বেশী। বিক্রেতারা সবাই জোট বেধে পণ্যের দাম বেশি নিচ্ছেন ক্রেতাদের কাছ থেকে।

অসংখ্য ক্রেতা জানান, সরকারি ভাবে বাজার মনিটরিংয়ের মাধ্যমে দ্রব্যাদির ন্যায্য দাম নিশ্চিত করার পদক্ষেপ নেয়া হলে জনসাধারণ স্বস্তি পেত।

নেত্রকোনা পুলিশ সুপার জয়দেব চৌধুরী বলেন, তিন স্তরের নিরাপত্তা ব্যাবস্থার মাধ্যমে সবাইকে স্বস্তিতে রাখতে ঈদ পূর্ব ও পরবর্তী সতকর্তায় রয়েছে পুলিশ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads