রংপুরের পীরগঞ্জে এক জেএসসি পরীক্ষার্থীকে ধর্ষন, ভিডিও ধারন ও তা ফেসবুকে ভাইরাল করার অভিযোগে দুই তরুণকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো টুকুরিয়া ইউনিয়নের কাশিপুর গ্রামের অধিবাসী আবু রায়হান ও কামরুল হাসান।
পুলিশ জানায়, ‘তারা ধর্ষণের ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দিয়েছে। এ অমানবিক ঘটনা মানুষের বিবেককে নাড়া দিয়েছে। আমরা দুজনকে আটক করেছি’।
পুলিশ আরো বলেন, মেয়েটির বাবা-মা ঢাকায় পোশাক কারখানায় চাকরি করেন। সে বাড়িতে থাকে। গত ১৫ নভেম্বর সন্ধ্যার পর বাসা থেকে বের হয়ে পাশের এক আত্মীয়ের বাসায় যাচ্ছিল। এ সময় একই গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে আবু রায়হান, আব্দুর রউফের ছেলে কামরুজ্জামান ও মোফাজ্জল হোসেনের ছেলে ফুলবাবু মেয়েটিকে অপহরণের পর ধর্ষণ ও তার ভিডিও ধারণ করে। ঘটনা কাউকে জানালে মেরে ফেলা হবে এবং ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। কিন্তু ধর্ষণের ‘ভিডিও’টি বিভিন্ন মাধ্যমে ভাইরাল হয়ে যায়। বিষয়টি জানাজানি হওয়ায় পীরগঞ্জ উপজেলা জুড়ে তোলপাড় শুরু হয়।
পীরগঞ্জ থানার এসআই তামবিরুল ইসলাম বলেন, এলাকার এক তরুণ ধর্ষণের ভিডিও চিত্রের কথা পীরগঞ্জ থানাকে জানালে পুলিশ বৃহস্পতিবার গভীর রাত থেকে শুক্রবার রাত পর্যন্ত অভিযান চালিয়ে কাশিপুর গ্রামের আব্দুর রাজ্জাক মিয়ার ছেলে আবু রায়হান, আব্দুর রউফ মিয়ার ছেলে কামরুল হাসানকে আটক করে। তবে ভিডিও ধারণকারী কাশিপুর গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে ফুলবাবুকে এখনও আটক করা যায়নি। ‘ধর্ষণের ভিডিওটি উদ্ধার করা হয়েছে।
পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সরেশ চন্দ্র জানান, ভিডিওটি বিভিন্ন মাধ্যমে ভাইরাল হওয়ায় সব উদ্ধার করা সম্ভব হয়নি। ফুলবাবুকে আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলা নং-৩৬।