সুনামগঞ্জের ধর্মপাশায় শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শহীদ মিনারে মোমবাতি প্রজ্বলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ধর্মপাশা ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অবস্থিত শহীদ মিনারে শহীদদের স্মরণে এই মোমবাতি প্রজ্বলন করা হয়।
পরে শহীদদের আত্মার শান্তি কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মোতালিব খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ওবায়দুর রহমান, ধর্মপাশা সরকারি কলেজের অর্থনীতি বিভাগের প্রভাষক সুভাষ চন্দ্র সরকার, ধর্মপাশা থানার ওসি এজাজুল ইসলাম, ধর্মপাশা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ইমাম হোসেন, সাংবাদিক মো.মিঠু মিয়া প্রমুখ।