সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা পরিষদ হলরুমে গতকাল সোমবার দুপুরে জালনোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।
সোনালী ব্যাংক লিমিটেড ধর্মপাশা শাখা এই ওয়ার্কশপ আয়োজন করে। ধর্মপাশা সোনালী ব্যাংক লিমিটেডের শাখা ব্যবস্থাপক আব্দুল্লাহ আল রাজীবের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ওবায়দুর রহমান।
এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. আবু তালেব, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোসাহিদ তালুকদার, মহিলা ভাইস চেয়ারম্যান সাবেকুন্নাহার শিল্পী, উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল ইসলাম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আরাফাত সিদ্দিকি, ব্যাংকিং বিভাগ বাংলাদেশ ব্যাংক সিলেট কার্যালয়ের যুগ্ম ব্যবস্থাপক (কারেন্সী) মো.আতিকুর রহমান, উপব্যবস্থাপক (ক্যাশ) এটি এম হাবিবুল্লাহ, সাংবাদিক সালেহ আহমদে, মোঃ ইমাম হোসেন, এনামুল হক এনি প্রমুখ।