সড়ক পরিবহন আইন মন্ত্রিসভায় অনুমোদনের ফলে সড়কে শৃঙ্খলা ফিরে আসার পাশাপাশি ট্রাফিক ব্যবস্থাপনায় নতুন মাত্রা যোগ হবে বলে আশা প্রকাশ করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
আজ মঙ্গলবার গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীদের অভিনন্দন মিছিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশা প্রকাশ করেন।
নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গতকাল সোমবার সড়ক পরিবহন আইনের খসড়া চূড়ান্ত অনুমোদন দেয় মন্ত্রিসভা। নতুন আইন অনুযায়ী, বেপরোয়াভাবে বা অবহেলা করে গাড়ি চালানোর কারণে কেউ গুরুতর আহত বা নিহত হলে মামলা হবে দণ্ডবিধির ৩০৪ (খ) ধারায়। এই ধারায় সাজা সর্বোচ্চ পাঁচ বছর কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয় দণ্ড এবং সর্বোচ্চ পাঁচ লাখ টাকা জরিমানা। বর্তমানে সর্বোচ্চ তিন বছর কারাদণ্ডের বিধান আছে।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, জনগনের নির্বিঘ্ন যাতায়ত এবং নিরাপদ সড়ক নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ অগ্রাধিকারের ভিত্তিতে সড়ক পরিবহন আইন ২০১৮ মন্ত্রিসভায় অনুমোদন দিয়েছে।এই আইন অনুমোদনের ফলে দ্রুততম সময়ে সড়কে শৃঙ্খলা ফিরে আসবে এবং ট্রাফিক ব্যবস্থাপনায় নতুন মাত্রা যোগ হবে।
শিক্ষার্থীদের উদ্দেশে আ ক ম মোজাম্মেল হক বলেন, তোমরা গুজবে কান দিবে না। সড়কে কোনো রকম নৈরাজ্য সরকার সহ্য করবে না।
কালিয়াকৈর উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম রাসেল, কালিয়াকৈর উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলামসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান এ সময় উপস্থিত ছিলেন।