দ্বিতীয় বারের মত সংসদ সদস্য নির্বাচিত হলেন সোহেল হাজারী

প্রতিনিধির পাঠানো ছবি

নির্বাচন

দ্বিতীয় বারের মত সংসদ সদস্য নির্বাচিত হলেন সোহেল হাজারী

  • কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি 
  • প্রকাশিত ৩১ ডিসেম্বর, ২০১৮

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে বিপুল ভোটে বিজয়ী হয়ে দ্বিতীয় বারের মত সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন মহাজোটের প্রার্থী হাছান ইমাম খান সোহেল হাজারী।

বেসরকারিভাবে পাওয়া ফলাফলে তিনি নৌকা প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ২লক্ষ ২৪হাজার ১২ ভোট। তার প্রতিদ্বন্দ্বী ঐক্যফ্রন্টের প্রার্থী লিয়াকত আলী ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৩৪হাজার তিনশত ৮৮ ভোট।

এর আগেও সোহেল হাজারী উপ-নির্বাচনে বিজয়ী হয়ে প্রথম বারের মত সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

বিজয়ী হওয়ার পর এলেঙ্গা নির্বাচনী অফিসে নেতাকর্মীদের উদ্দেশ্যে সোহেল হাজারী বলেন, এ বিজয় কালিহাতীবাসীর বিজয়। এ বিজয় আওয়ামী লীগের। এ বিজয় বঙ্গবন্ধুর বিজয়। এ বিজয় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বিজয়। আগামীতে সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কালিহাতীকে একটি মডেল উপজেলা হিসাবে গড়ে তুলতে চাই।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads