দৌলতদিয়া থেকে ইয়াবাসহ গ্রেপ্তার ১

ইয়াবাসহ গ্রেপ্তার ১

প্রতীকী ছবি

অপরাধ

দৌলতদিয়া থেকে ইয়াবাসহ গ্রেপ্তার ১

  • প্রকাশিত ২৬ অক্টোবর, ২০১৯

গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া থেকে ইয়াবা ট্যাবলেট সহ ইলিয়াছ খান (২৩) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।

গতকাল শুক্রবার দিনগত রাত ১১ টার দিকে দৌলতদিয়া রেলস্টেশন টিকিট ঘরের পাশ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গোয়ালন্দ ঘাট থানার এএসআই সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

ইলিয়াছ খান উপজেলার উত্তর দৌলতদিয়া ইমান খার পাড়ার কাশেম আলী খানের ছেলে।

গোয়ালন্দ ঘাট থানার এএসআই সোহেল রানা জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিনগত রাত ১১ টার দিকে দৌলতদিয়া রেলস্টেশন টিকিট ঘরের পাশ থেকে ইলিয়াছ নামের ওই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তার অপর সহযোগী কৌশলে পালিয়ে যায়।

এ ব্যাপারে তার বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads