দেশে গ্যাসের মজুত ৪০ ট্রিলিয়ন ঘনফুট

প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু

সংরক্ষিত ছবি

বিদ্যুৎ ও জ্বালানি

সংসদে বিদুৎ প্রতিমন্ত্রী

দেশে গ্যাসের মজুত ৪০ ট্রিলিয়ন ঘনফুট

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ৬ জুলাই, ২০১৮

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেছেন, বর্তমানে দেশে গ্যাসের মজুতের পরিমাণ ৩৯ দশমিক ৯ ট্রিলিয়ন ঘনফুট। পেট্রোবাংলার সর্বশেষ তথ্যে এ পরিসখ্যান উঠে এসেছে। এর মধ্য উত্তোলনযোগ্য সম্ভাব্য মজুতের পরিমাণ ২৭ দশমিক ৭৬ ট্রিলিয়ন ঘনফুট।

সরকারদলীয় সংরক্ষিত মহিলা আসনের সদস্য বেগম ফজিলাতুন নেসা বাপ্পির লিখিত প্রশ্নের জবাবে তিনি গতকাল বৃহস্পতিবার সংসদকে এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী আরো জানান, ১৯৬০ সাল থেকে শুরু করে ডিসেম্বর ২০১৭ পর্যন্ত গ্যাসের উৎপাদনের পরিমাণ প্রায় ১৫ দশমিক ২২ ট্রিলিয়ন ঘনফুট। ফলে চলতি বছরের জানুয়ারি সময়ে উত্তোলনযোগ্য নিট মজুতের পরিমাণ ১২ দশমিক ৫৪ ট্রিলিয়ন ঘনফুট। তিনি জানান, দেশের ক্রমবর্ধমান গ্যাসের চাহিদা পূরণের লক্ষ্যে বাপেক্সের ২০২১ সালের মধ্যে ৫৭০ লাইন কিলোমিটার ভূতাত্ত্বিক জরিপ ৯ হাজার ৮০০ লাইন কিলোমিটার ২ ডি সিসমিক সার্ভে এবং ২ হাজার ৯৪০ বর্গ কিলোমিটার ৩ ডি সিসমিক সার্ভে করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

প্রতিমন্ত্রী জানান, রূপকল্প ২০২১-এর আওতায় মোট ১০৮টি কূপ  খননের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এ জন্য ৪টি আধুনিক রিগ ক্রয় করাসহ প্রয়োজনীয় বিভিন্ন যন্ত্রাংশ ক্রয় করা হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads