দেশে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজের সুযোগ আছে কম্পিউটার প্রকৌশলীদের

সেমিনারের অংশ হিসেবে ‘অ্যান্ড্রয়েড কন্ট্রোল রোবট’ শীর্ষক একটি কর্মশালাও অনুষ্ঠিত হয়

সংগৃহীত ছবি

বিজ্ঞান ও প্রযুক্তি

দেশে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজের সুযোগ আছে কম্পিউটার প্রকৌশলীদের

  • বাসস
  • প্রকাশিত ১৬ জুলাই, ২০১৮

বাংলাদেশের শিল্প-কারখানা, করপোরেট অফিস এবং বিপণন প্রতিষ্ঠানগুলোতে এখনো কৃত্রিম বুদ্ধিমত্তা (আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স-এআই) সেক্টর তেমন প্রসার লাভ করেনি। এক্ষেত্রে আমাদের দেশি কম্পিউটার প্রকৌশলীদের কাজ করার বড় একটা সুযোগ তৈরি হচ্ছে। আর এ খাতে চুয়েটের শিক্ষার্থীরাও সুযোগটা কাজে লাগাতে পারেন বলে মনে করেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ সামসুল আরেফিন।

গতকাল রোববার চুয়েটের সিএসই বিভাগের আয়োজনে অপারেটিং সিস্টেম ল্যাবে ‘আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড মেশিন লার্নিং’বিষয়ক এক সেমিনারে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চুয়েটের স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম বলেন, বর্তমান বিশ্বের প্রাযুক্তিক উৎকর্ষতাকে এগিয়ে নিতে এআই একটা বড় শিল্পে রূপান্তরিত হচ্ছে। বহির্বিশ্বের বড় বড় শিল্প-কারখানায় ক্রমশ এআইয়ের ব্যবহার জনপ্রিয় হচ্ছে। রোবট কিংবা মেশিনে কৃত্রিম বুদ্ধিমত্তা স্থাপন করে দ্রুত সময়ে নির্ভুলভাবে অনেক জটিল কাজ সম্পন্ন করা সম্ভব। যে কারণে দিন দিন এর চাহিদা বাড়ছে।

সেমিনারের অংশ হিসেবে ‘অ্যান্ড্রয়েড কন্ট্রোল রোবট’ শীর্ষক একটি কর্মশালাও অনুষ্ঠিত হয়। এতে সিএসই বিভাগের বিভিন্ন বর্ষের প্রায় শতাধিক শিক্ষার্থী অংশ নেন। সেমিনার ও কর্মশালা শেষে শিক্ষার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. কৌশিক দেব। আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ রোবটিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. হাফিজুল ইমরান।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads