দেশে করোনায় আক্রান্ত হয়ে প্রথম সাংবাদিকের মৃত্যু

ফাইল ছবি

জাতীয়

দেশে করোনায় আক্রান্ত হয়ে প্রথম সাংবাদিকের মৃত্যু

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২৯ এপ্রিল, ২০২০

দৈনিক সময়ের আলো পত্রিকার নগর সম্পাদক ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির সিনিয়র সদস্য সাংবাদিক হুমায়ুন কবির খোকনের মৃত্যু করোনাভাইরাসে হয়েছে। তার নমুনা পরীক্ষায় করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে। 

আজ বুধবার রাজধানীর রিজেন্ট হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মো. শাহেদ এ তথ্য জানান।

মো. শাহেদ বলেন, আমরা রাতেই নমুনা সংগ্রহ করে পাঠিয়েছিলাম, ভোরে আমাদের জানানো হয়েছে, তার করোনাভাইরাস পজিটিভ এসেছে।

এদিকে পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পর হুমায়ুন কবির খোকনের স্ত্রী ও ছেলেমেয়েকে হোম আইসোলেশনে পাঠানো হয়েছে বলে রিজেন্ট হাসপাতালের জনসংযোগ কর্মকর্তা তারিক শিবলী জানিয়েছেন।

তিনি বলেন, আমাদের ডাক্তাররা সার্বক্ষণিক তাদের সঙ্গে যোগাযোগ রাখবেন।

প্রসঙ্গত, গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে তিনি হাসপাতালে ভর্তির ঘণ্টাখানেকের মধ্যে ঢাকায় মারা যান হুমায়ুন কবির খোকন। 

খোকনকে রাত সোয়া ৯টার দিকে রাজধানীর রিজেন্ট হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা আশঙ্কাজনক ছিল। রাত ১০টার দিকেই তিনি মারা যান।

হুমায়ুন কবির খোকনের জন্ম ১৯৭৩ সালের পহেলা সেপ্টেম্বর। তার গ্রামের বাড়ি কুমিল্লা জেলার মুরাদ নগরে। তিনি স্ত্রী, দুই মেয়ে, এক ছেলে রেখে গেছেন। মৃদুভাষী ও সদালাপী খোকন কর্মজীবনে তিনি দৈনিক মানবজমিন, আমাদের সময়সহ কয়েকটি সংবাদপত্রে কাজ করেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads