তথ্যপ্রযুক্তি

দেশের বাজারে এলো গ্যালাক্সি এম১০

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ১৩ ফেব্রুয়ারি, ২০১৯

সম্প্রতি নতুন একটি স্মার্টফোন সিরিজ চালু করেছে স্যামসাং। এম সিরিজ নামের এই স্মার্টফোন সিরিজের দুটি ফোন এরই মধ্যে ভারতের বাজারে উন্মুক্তও করা হয়েছে। তবে এর একটি এবার এসেছে বাংলাদেশের বাজারে।

গ্যালাক্সি এম১০ মডেলের এ স্মার্টফোনটি সোমবার থেকে দেশের বাজারে বিক্রি শুরু করেছে প্রতিষ্ঠানটি। স্মার্টফোনটিতে আছে ৬.২ ইঞ্চি এইচডি প্লাস ইনফিনিটি ভি ডিসপ্লে। ডুয়েল রিয়ার ক্যামেরা আছে এতে, যার একটি এফ/১.৯ অ্যাপারচারের ১৩ মেগাপিক্সেল এবং অন্যটি আল্ট্রাওয়াইড ফিচারসম্পন্ন ৫ মেগাপিক্সেলের সেকেন্ডারি লেন্স। ৩৪০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি রয়েছে ফোনটিতে। ব্যবহার করা হয়েছে স্যামসাংয়ের নিজস্ব এক্সিনোস ৭৮৭০ অক্টাকোর প্রসেসর। ডিভাইসটিতে স্যামসাং ফেস রিকগনিশন আনলক ফিচার ব্যবহার হয়েছে।

ফোনটির ২ জিবি র্যাম ও ১৬ জিবি রম সংস্করণের বাজারমূল্য ১১ হাজার ৯৯৯ টাকা। মঙ্গলবার থেকে পিকাবো ডটকমে এটি ছাড়ে কেনা যাবে ১০ হাজার ৯৯৯ টাকায়। এছাড়া এর পেমেন্ট বিকাশ করলে সর্বোচ্চ ৫০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাওয়া যাবে। এই অফারে আরো দুই বছরের বর্ধিত ওয়ারেন্টিও পাওয়া যাবে, যার মূল্যমান ১৫০০ টাকা বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে স্যামসাং। এর বাইরে সব মোবাইল ফোন অপারেটরের সঙ্গেই ডাটা বান্ডেল অফার পাবেন ক্রেতারা।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads