দৃষ্টিনন্দন শিয়ালজানি খাল

শিয়ালজানি খাল

ছবি : ইন্টারনেট

ফিচার

দৃষ্টিনন্দন শিয়ালজানি খাল

  • সাইফুল আরিফ জুয়েল
  • প্রকাশিত ১৭ জুলাই, ২০১৮

নেত্রকোনার মোহনগঞ্জ পৌর শহরের বুক চিরে বয়ে গেছে শিয়ালজানি খাল। সময়ের ব্যবধানে ধীরে ধীরে নাব্য হারায় এ খাল। ২০১৬ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত সচিব-১ (বর্তমানে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব) সাজ্জাদুল হাসান জনদাবির প্রেক্ষিতে শেয়ালজানি খালকে দখলমুক্ত ও সৌন্দর্যবর্ধন প্রকল্প গ্রহণ করাতে সক্ষম হন। স্থানীয় সাংসদ রেবেকা মমিন ও সাজ্জাদুল হাসান যৌথভাবে ২০১৬ সালের ফেব্রুয়ারি মাসে এ প্রকল্পের কাজ উদ্বোধন করেন। এ প্রকল্পের ইতোমধ্যে ৯০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। বাকি কাজও দ্রুত সম্পন্ন হবে। পাঁচ কোটি টাকা ব্যয়ে খালের ওপর পাঁচটি ব্রিজ নির্মাণ করেছে মোহনগঞ্জ পৌরসভা। এর দু’পারে ড্রেন নির্মাণের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে আট কোটি চার লাখ টাকা, যার কাজ শিগগির শুরু হবে। পাউবোর জেলা নির্বাহী প্রকৌশলী মো. আখতারুজ্জামান জানান, প্রকল্পের প্রায় ৯০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। বাকি কাজ দ্রুত শেষ হবে। কাজের অগ্রগতির বিষয়ে মোহনগঞ্জ পৌরসভার মেয়র অ্যাডভোকেট লতিফুর রহমান রতন বলেন, আশপাশের বাসা-বাড়ির ময়লা পানি এসে খালের পানি যাতে দূষিত না হয়, সেজন্য দ্রুতই খালের দুই পারে ড্রেন নির্মাণ করা হবে। পাশাপাশি রাতে চলাফেরার জন্য ওয়াকওয়ে ঘেঁষে লাইটপোস্টও স্থাপন করা হবে। স্থানীয় সাহিত্যিক এসএম ছালেক হায়দার জানান, এলাকাবাসীর কাছে এটি একটি স্বপ্নের প্রজেক্ট। স্থানীয়রা এটাকে ঢাকার হাতিরঝিলের মতোই মনে করেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads