দুর্গাপুরের সাদা মাটি

মূল্যবান খনিজ সম্পদ এই সাদা মাটি

ছবি : ইন্টারনেট

ফিচার

দুর্গাপুরের সাদা মাটি

  • নেত্রকোনা প্রতিনিধি
  • প্রকাশিত ১৭ জুলাই, ২০১৮

নেত্রকোনার রত্নগর্ভা উপজেলা দুর্গাপুর। এখানে রয়েছে মূল্যবান খনিজ সম্পদ সাদা মাটি। এ মাটিকে অনেকে চীনামাটিও বলেন। চীনামাটির পাহাড় গড়ে উঠেছে দুর্গাপুরের বিজয়পুরে। এ দেশে চীনামাটির অন্যতম বৃহৎ খনিজ সম্পদ অঞ্চল এটি। মূলত এটি সিরামিক শিল্পের কাঁচামাল। খনিজ সম্পদ ব্যুরোর ১৯৫৭ সালের তথ্যানুযায়ী, বিজয়পুরে চীনামাটির মজুত রয়েছে প্রায় ২৪ লাখ ৪০ হাজার টন, যা দিয়ে বাংলাদেশে সিরামিক শিল্পের ৩০০ বছরের চাহিদা পূরণ সম্ভব। 

শুধু খনিজ উপাদানই নয়, চীনামাটির টিলা বা পাহাড় দেখতেও খুবই মনোমুগ্ধকর। বাহারি এর মাটির রঙ- লাল, সাদা, নীলাভ। এ যেন প্রকৃতির আরেক নিসর্গ। এই সৌন্দর্য দেখতে প্রতিবছরই উল্লেখযোগ্য সংখ্যক পর্যটক ভিড় করেন দুর্গাপুরে। ১৯৫৭ সালে ভূতত্ত্ব জরিপে দুর্গাপুরের বাগাউড়া গ্রামে সর্বপ্রথম সাদা মাটির সন্ধান মেলে। ১৯৬৪-৬৫ সালে সরকারের খনিজ সম্পদ বিভাগ এ সাদা মাটির পরিমাণ নির্ধারণের জন্য ১৩টি কূপ খনন করে। ১৯৭৫, ১৯৭৮, ১৯৮০ ও ১৯৮৩ সালেও সরকার ব্যাপকভাবে ভূতাত্ত্বিক অনুসন্ধান চালায়। সাদা মাটির এ এলাকাটি দৈর্ঘ্যে ১৪ কিলোমিটার, প্রস্থে ৬০০ মিটার। সাদা মাটির টিলাগুলো ১৫ থেকে ৪০ মিটার পর্যন্ত উঁচু। ভূ-পৃষ্ঠ থেকে ৬০ মিটার গভীর পর্যন্ত সাদা মাটির অস্তিত্ব রয়েছে। চীনে এ মাটির সর্বপ্রথম ব্যবহার শুরু হয়েছিল বলে এই সাদা মাটি চীনামাটি হিসেবেও পরিচিত। বিজয়পুর থেকে উত্তোলন করা হয় বলে এটিকে অনেকে বিজয়পুরের সাদা মাটিও বলেন। সাদা মাটি বলা হলেও এর রঙ একেবারে সাদা নয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads