দুটি স্মার্টফোন গেম উন্মুক্ত করেছে গ্রামীণফোন

প্রতীকী ছবি

তথ্যপ্রযুক্তি

দুটি স্মার্টফোন গেম চালু করল গ্রামীণফোন

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১১ মে, ২০১৮

ব্যাটেল রেজ এবং স্কেচ জার্নি নামে দুটি স্মার্টফোন গেম উন্মুক্ত করেছে গ্রামীণফোন। গুগল প্লে স্টোর থেকে যেকেউ গেম দুটি ইনস্টল করতে পারবেন।

এ বিষয়ে গ্রামীণফোন জানায়, দেশের ডিজিটাল ইকোসিস্টেম তৈরির অংশ হিসেবে গেমিং খাতের উন্নয়নে ভূমিকা রাখছে প্রতিষ্ঠানটি। এর মাধ্যমে গেম ডেভেলপাররা নিজস্ব উদ্ভাবনী গেমিং প্ল্যাটফর্ম তৈরির পাশাপাশি বিশ্বমঞ্চে গেম তৈরির প্রতিযোগিতায় অংশ নিতেও সক্ষম হবেন। এ ছাড়া এপিআই হাব প্ল্যাটফর্ম ব্যবহার করে গেম নির্মাতারা তাদের গেম চালু এবং তার মাধ্যমে অর্থ আয় করতে পারবেন বলেও জানিয়েছে গ্রামীণফোন।

ব্যাটেল রেজ একটি শুটার গেম। গেমাররা দলবদ্ধভাবে গেমটি খেলতে পারবেন। এমনকি ল্যান বা অনলাইন মাল্টিপ্লেয়ার অপশন ব্যবহার করেও নিজ দলের মধ্যে কিংবা অপরিচিত অন্য কোনো গেমারকে চ্যালেঞ্জ দেওয়ার সুযোগ রয়েছে এতে। আকর্ষণীয় চরিত্র, আধুনিক অস্ত্র, মাল্টিপল ম্যাপ, ফেসবুক কানেক্টিভিটি, ল্যান কানেক্টিভিটি এবং অন্য আরো অনেক ফিচার রয়েছে এ গেমটিতে। অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য গেমটি ডাউনলোড করা যাবে http://bit.ly/battlerage লিঙ্ক থেকে।

একটানা স্কেচ করার মাধ্যমে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানোই স্কেচ জার্নি গেমটির মূল প্রতিপাদ্য। গেমটি অনেক সহজে এবং অনলাইনে অন্য গেমার বন্ধুদের বিপরীতেও খেলা যায়। এ গেমটি ডাউনলোড করা যাবে http://bit.ly/sketch-journey লিঙ্ক থেকে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads