দুই জেলায় মাদক বিরোধী অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আরও তিন ব্যক্তি নিহত হয়েছেন।
রাজশাহী ও গাজীপুরে গত বৃহস্পতিবার রাতে এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে। পুলিশ ও র্যাবের দাবি, নিহত ব্যক্তিরা ‘মাদক ব্যবসায়ী’।
মাদকবিরোধী অভিযান শুরুর পর এ নিয়ে গত ১৮ দিনে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ১২৭ জনে।
রাজশাহী: রাজশাহীতে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই ব্যক্তি নিহত হয়েছেন। রাত ১১টার দিকে নগরের কর্ণহার থানার করমজা এলাকায় এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
নিহত বেলাল ও নাজমুল দুইজনেরই বাড়ি পবা উপজেলায়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের করা মাদক ব্যবসায়ীদের তালিকায় তাদের দুজনেরই নাম আছে বলে দাবি করেছে র্যাব।
র্যাব-৫ এর উপ-অধিনায়ক মেজর এ এম আশরাফুল ইসলাম বলেন, র্যাবের একটি দল করমজা এলাকায় অভিযান চালাতে গেলে মাদক ব্যবসায়ীরা র্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। র্যাবও পাল্টা গুলি চালায়। উভয় পক্ষের মধ্যে কিছু সময় গোলাগুলির পর পালিয়ে যায় তারা। পরে তল্লাশী চালিয়ে দুইজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে র্যাব ।
তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন বলে জানান আশরাফুল ইসলাম।
গাজীপুর:
গাজীপুর সিটি করপোরেশনের ভাদুন এলাকায় পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তি নিহত হয়েছেন।
নিহত কামরুল ইসলাম ওরফে কামুর বাড়ি টঙ্গীর এরশাদ নগর এলাকায়।
গাজীপুর ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন বলেন, বৃহস্পতিবার রাতে কালিগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী কামরুলকে আটক করা হয়। তার কাছে ৪ হাজার ইয়াবা বড়ি পাওয়া যায়। কামরুলকে নিয়ে গাজীপুর শহরে ফেরার পথে দিবাগত রাত দেড়টার দিকে ভাদুন এলাকায় কিছু মাদক ব্যবসায়ী পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি চালায়। এ সময় কামরুল পালিয়ে যাওয়ার সময় গুলিবিদ্ধ হন। তাকে উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।