দুই গ্রুপের সংঘর্ষে টেঁটাবিদ্ধ হয়ে ১ জনের মৃত্যু

দুই গ্রুপের সংঘর্ষ

প্রতীকী ছবি

অপরাধ

দুই গ্রুপের সংঘর্ষে টেঁটাবিদ্ধ হয়ে ১ জনের মৃত্যু

  • নারায়ণগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ১১ অগাস্ট, ২০১৮

সদর উপজেলার ফতুল্লায় আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে টেঁটাবিদ্ধ জয়নাল আবেদীন (৬০) মারা গেছেন। গতকাল শুক্রবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। জয়নাল আবেদীনের মৃত্যুর খবরে প্রতিপক্ষের বসতঘর ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয় তার পক্ষের লোকজন।

নিহত জয়নাল আবেদীন কেরানীগঞ্জ থানার উত্তর আকবরনগর এলাকার বাসিন্দা ছিলেন।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, ফতুল্লার বক্তাবলীর আকবরনগর এলাকায় প্রভাব বিস্তার নিয়ে প্রভাবশালী ছামেদ আলী হাজী ও রহিম হাজী গ্রুপের মধ্যে বিরোধ দীর্ঘদিনের। তাদের মধ্যে টেঁটা-বল্লম নিয়ে বেশ কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটে। এসব সংঘর্ষে নারীরাও অংশ নেয়। গত বৃহস্পতিবার বিকালে ফের দুই গ্রুপের মধ্যে সংঘটিত সংঘর্ষে অন্তত ১০ জন টেঁটাবিদ্ধ হয়। শুক্রবার ভোরে নিহত জয়নাল রহিম হাজী গ্রুপের সদস্য।

এদিকে জয়নাল আবেদীনের মৃত্যুর সংবাদে শুক্রবার দুপুরে রহিম হাজীর লোকজন ছামেদ আলী হাজী এবং তার সমর্থকদের বাড়িঘর ভাঙচুর ও আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

ফতুল্লা মডেল থানার ওসি মঞ্জুর কাদের জানান, এলাকার পরিস্থিতি শান্ত করতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য জয়নাল আবেদীনের লাশ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান ওসি।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads