সারাদেশের মত দিনাজপুরেও ঢাকা থেকে ফেরত ডেঙ্গু রোগীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ১ মহিলাসহ ১৪ ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। এছাড়াও ইতিপূর্বে ১৩ জন ডেঙ্গু রোগী মেডিকেলে চিকিৎসা নিয়ে বাড়ী ফিরে গেছেন। গত সোমবার থেকে হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। ডেঙ্গু রোগীদের জন্য দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ১টি মহিলা ও ২টি পুরুষ ডেঙ্গু ওয়ার্ড খোলা হয়েছে।
দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে দেখা যায়, গত ২৮ জুলাই হাসপাতালের ৪ তলার মেডিসিন ওয়ার্ডের ৮টি বেড নিয়ে ১টি মহিলা ডেঙ্গু ওয়ার্ড ও ৮টি বেড নিয়ে ১টি পুরুষ ডেঙ্গু ওয়ার্ড খোলা হয়। এর মধ্যে মহিলা ১জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। তবে মহিলা চেয়ে পুরুষ ডেঙ্গু রোগীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পেয়েছে। মেডিকেল হাসপাতাল কর্তৃপক্ষ ২৯ জুলাই ৮টি বেডের আরেকটি ডেঙ্গু রোগী ওয়ার্ড খোলা হয়। ইতিমধ্যে পুরুষ ডেঙ্গু রোগীর সংখ্যা ১২ জন। এছাড়াও হাসপাতাল থেকে ইতিপূর্বে ১৪ জন ডেঙ্গু রোগী চিকিৎসা শেষে বাড়ী ফিরে গেছেন।
আজ মঙ্গলবার দুপুর ২টা পর্যন্ত দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ১ জন মহিলাসহ ১৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসাধীন এই ১৩ জন রোগীর সবাই ঢাকায় ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে।
হাসপাতালের পরিচালক আবু মো: খইরুল কবির ও দিনাজপুরের সিভিল সার্জন ডাঃ আব্দুছ কুদ্দুছ জানান, দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু রোগীর পর্যাপ্ত পরিমাণ ওষুধ রয়েছে। এছাড়াও ডেঙ্গুর পরীক্ষা-নিরীক্ষা সকল কার্যক্রম মেডিকেলে করা হচ্ছে। যদি ডেঙ্গু রোগীর সংখ্যা আরও বৃদ্ধি পায় তাহলে প্রয়োজন মোতাবেক ডেঙ্গু ওয়ার্ড বৃদ্ধি করা হবে।