দালালচক্র ছাড়াও বিদ্যুৎ পাওয়া যায়!!

চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর উদ্যোগে গ্রামে গ্রামে ভ্যান গাড়ী নিয়ে ফেরি করে বিদ্যুতের মিটার লাগাচ্ছে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ

প্রতিনিধির পাঠানো ছবি

বিদ্যুৎ ও জ্বালানি

দালালচক্র ছাড়াও বিদ্যুৎ পাওয়া যায়!!

  • মহিউদ্দিন আল আজাদ, চাঁদপুর প্রতিনিধি
  • প্রকাশিত ১৪ জানুয়ারি, ২০১৯

‘এ যেমন মেঘ না চাইতেই বৃষ্টি’! ঠিক তাই করে দেখাল চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১। হাজীগঞ্জে গ্রাহকের বাড়িতে শতভাগ বিদ্যুৎ সংযোগ দিতে এবার সমিতির পক্ষ থেকে এ ব্যতিক্রমী পদক্ষেপ নেয়া হয়েছে। সমিতির পক্ষ থেকে গ্রামের সাধারণ খেটে খাওয়া মানুষের বাড়িতে গিয়ে স্ব-উদ্যোগে তাদের বিদ্যুৎ সংযোগ দিচ্ছে। আর এতে মানুষের প্রশংসা কুড়িয়েছে সমিতি। সাধারণ মানুষের দাবী এভাবেই যেন চলে চিরকাল।

আলোর ফেরিওয়ালা কর্মসুচির আওতায় হাজীগঞ্জের প্রত্যন্ত অঞ্চল সাদ্রা গ্রামের আব্দুল কুদ্দুস এত সহজে বিদ্যুৎ সংযোগ পেয়ে তার প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বাংলাদেশের খবরকে জানান, এমন দেশে এটা সত্যিই অকল্পনীয় এক ঘটনা। এমন অভিব্যক্তি ব্যক্ত করছিলেন বাড়িতে নতুন বিদ্যুৎ সংযোগ পাওয়া মকিমাবাদ গ্রামের ভ্যান চালক মোশারফ হোসেন। তিনি বলছিলেন, বাড়িতে আসা মাত্রই মিটার ক্রয়ের টাকাসহ অফিসের আনুসঙ্গিক অর্থ পরিশোধ করা মাত্রই বাড়িতে নতুন বিদ্যুৎ সংযোগ পেয়েছেন তিনি। শতভাগ বাড়িতে বিদ্যুতের আলো ছড়িয়ে দিতে এমনই কার্যক্রম হাতে নিয়ে বাস্তবায়ন করে চলেছে চাঁদপুর পবিস-১ জেনারেল ম্যানেজার মো. কেফায়েত উল্যাহ’র নেতৃত্বে সমিতির অন্যান্যরা।

দেখাযায় অগ্রভাগে আলোর ফেরিওয়ালা লেখা সম্বলিত ব্যানার ভ্যানের সামনে ঝুলিয়ে একজন ওয়্যারিং ইন্সপেক্টর ও একজন লাইন ম্যান হাজীগঞ্জ উপজেলার প্রত্যন্ত গ্রামে ছুটে চলেছেন বাড়িতে নতুন বিদ্যুৎ সংযোগ দিতে। এসময় কথা হয় টিমের নেতৃত্বে থাকা এজিএম (অপারেশন এন্ড মেইনট্যানেন্স) সাথে। তিনি জানান, চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর আওতায় সকল উপকেন্দ্র হতে গত রবিবার হতে প্রতিদিন ১০টি ভ্যান নতুন বিদ্যুত সংযোগ দিতে ছুটে চলেছে গ্রামে। চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর জেনারেল ম্যানেজার (জিএম) মো. কেফায়েত উল্যাহ জানান, দালালের খপ্পরে পড়া গ্রাহক হয়রানি প্রতিরোধে, সমিতির সেবার মান বৃদ্ধির লক্ষে এ ধরনের কার্যক্রম হাতে নেয়া হয়েছে।

তিনি জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিান জনগনের দৌরগোড়ায় সেবা পৌঁছে দেয়ার অঙ্গীকার করেছেন। তার প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছে চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি। তিনি বলেন শতভাগ বাড়িতে নতুন বিদ্যুৎ সংযোগ পৌছে দিতে এ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads