দাবি পূরণ ছাড়াই অংশ নিচ্ছে ছাত্রদল

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)

সংগৃহতি ছবি

রাজনীতি

ডাকসু নির্বাচন

দাবি পূরণ ছাড়াই অংশ নিচ্ছে ছাত্রদল

  • ঢাবি প্রতিনিধি
  • প্রকাশিত ২৪ ফেব্রুয়ারি, ২০১৯

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ছাত্রদল। এ লক্ষ্যে গতকাল শনিবার সকাল ১০টা থেকে দলীয় মনোনয়ন ফরম বিতরণ শুরু করেছে সংগঠনটি। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে দলীয় মনোনয়ন বিতরণ ও জমা নেওয়া হচ্ছে। আগামীকাল সোমবার হল থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করবেন নেতারা। 

মনোনয়ন ফরম বিক্রির উদ্বোধন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভী ও প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী। এ সময় ছাত্রদলের বর্তমান সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক আকরামুল হাসানসহ সংগঠনটির অন্য নেতারা উপস্থিত ছিলেন। শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেন, আমরা ডাকসু নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে ইতিবাচক। আজ (গতকাল) মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়েছে। ছাত্রদলের বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক আবুল বাশার সিদ্দিকী বলেন, সকাল ১০টা থেকে আমাদের দলীয় মনোনয়ন ফরম বিতরণ ও জমা নেওয়া হচ্ছে।

ডাকসু নির্বাচন ঘিরে ৭ দফা দাবি জানিয়ে আসছিল ছাত্রদল। এ নিয়ে প্রশাসনের সঙ্গে কয়েক দফা বৈঠকও করেছেন নেতারা। কোনো দাবি পূরণ না হলেও নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি।

জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক আকরামুল হাসান জানান, যদি প্রশাসন কোনো তফসিল ঘোষণা না করে বা তফসিল ঘোষণা করে, দুই প্রক্রিয়ার মধ্য দিয়ে ক্রয় করার শেষ দিন আমরা মনোয়ন ফরম ক্রয় করব এবং জমা দেওয়ার শেষ দিন আমরা জমা  দেব।

ডাকসু নির্বাচনে ছাত্রলীগ ও বাম ছাত্র সংগঠনগুলোর প্যানেল অনেকটাই চূড়ান্ত। আজ রোববার সংবাদ সম্মেলনে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করা হবে। একই দিন প্যানেল ঘোষণা করার কথা জানিয়েছেন কোটা সংস্কার আন্দোলনকারী নেতারাও।

ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন জানান, আমাদের হল, সংসদ এবং যে কেন্দ্রীয় সংসদ আছে এটার মোটামুটি একটা খসড়া করেছি এবং অনেকটা চূড়ান্ত করেছি। ২৪ তারিখের মধ্যে একটি পর্যায়ে আশা যাবে, তারপর ২৫ তারিখ অর্থাৎ শেষ দিনই আমরা শেষ করে ফেলব।

প্রগতিশীল ছাত্রজোট ও সাম্রাজ্যবাদবিরোধী ছাত্রঐক্যের যৌথ প্যানেলও প্রায় চূড়ান্ত করেছেন বাম ছাত্রনেতারা। ছাত্র ইউনিয়ন সাধারণ সম্পাদক লিটন নন্দী জানান, সাম্প্রদায়িক অপশক্তির বাইরে একটা বৃহত্তর প্রগতিশীল গণতান্ত্রিক প্যানেলের জন্য আমরা চেষ্টা করছি এবং আমরা সেই লক্ষ্যেই প্রায় কাজ চূড়ান্ত করে ফেলেছি। আমাদের আর অল্প কিছু কাজ বাকি আছে, সেটি হয়তো আমরা আগামীকালের (আজ) মধ্যে প্রকাশ করতে সমর্থ হব।

উল্লেখ্য, আগামী ১১ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ডাকসুর কেন্দ্রীয় সংসদে ২৫টি পদে নির্বাচন হবে। প্রতিটি হল সংসদে হবে ১৩টি পদে। ফলে একজন ভোটার মোট ৩৮টি ভোট দিতে পারবেন।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads