দর্শক পছন্দের নতুন জুটি

দর্শক পছন্দের নতুন জুটি অপূর্ব ও সাফা কবির

ছবি : সংগৃহীত

আনন্দ বিনোদন

দর্শক পছন্দের নতুন জুটি

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ১ মার্চ, ২০১৯

গেল ভালোবাসা দিবসে অপূর্ব ও সাফা কবির অভিনীত দুটি নাটক বেশ প্রশংসিত হচ্ছে। একটি মাহমুদুর রহমান হিমির ‘তুমি বললে’ ও অন্যটি মেহেদী হাসান জনির ‘এটা মিথ্যে কোনো গল্প নয়’। দুটি নাটকের মধ্যে ‘তুমি বললে’র গল্প লিখেছেন অপূর্বর স্ত্রী নাজিয়া হাসান অদিতি। এটি একটি রোমান্টিক গল্পের নাটক। অন্যটির গল্প নির্মাতা নিজেই রচনা করেছেন। ‘এটা মিথ্যে কোনো গল্প নয়’র গল্প পারিবারিক কাহিনী। দুটি ভিন্ন ধরনের গল্পে অপূর্ব ও সাফা কবির অসাধারণ অভিনয় করেছেন। দুটি নাটকের অভিনয়ের জন্য দুজনই বেশ প্রশংসিত হচ্ছেন। যে কারণে এই দুজনকে নিয়ে নির্মাতাদের নাটক নির্মাণের আগ্রহও বেড়ে গেছে অনেকাংশে। এরই মধ্যে অপূর্ব ও সাফা কবির রতন হাসান ও বাবু সিদ্দিকীর নির্দেশনায় দুটি নাটকের কাজ শেষ করেছেন। আরো বেশ কয়েকটি নাটকের কাজ শুরু করবেন শিগগিরই। অপূর্বর সঙ্গে বিভিন্ন সময়ে পর্দার জুটি হিসেবে দর্শকের কাছে প্রিয় হয়ে উঠেছেন অপূর্ব-তারিন, অপূর্ব-মম, অপূর্ব-মেহজাবিন জুটি। এই তিন জুটির পর অপূর্ব-সাফা কবির জুটির প্রতিও দর্শকের আগ্রহ বাড়ছে।

অপূর্ব বলেন, ‘সত্যি বলতে কী দর্শকের ভালো লাগা মন্দ লাগায় কিন্তু আমাদের কোনো হাত নেই। আমি তো আসলে অনেকের সঙ্গেই কাজ করি। দর্শকের কখন কার সঙ্গে কোনো নাটকে আমার অভিনয় মনে গেঁথে যায় সেটা আসলে দর্শকের ব্যাপার। তবে এটা সত্যি আমি আমার প্রত্যেক সহশিল্পীর সঙ্গেই ভীষণ আন্তরিকতা নিয়ে কাজ করি। আমি আমার প্রতিটি নাটকেই সমান শ্রম দেওয়ার চেষ্টা করি যাতে নাটকটি ভালো হয়। সাফার সঙ্গে শেষ দুটি নাটকের জন্য আমিও বেশ সাড়া পাচ্ছি। সাফা নিঃসন্দেহে আগের চেয়ে অনেক ভালো করছে। অভিনয় বুঝে অভিনয় করার চেষ্টা করছে। সহশিল্পী হিসেবে তার সঙ্গে কাজ করে আমি সন্তুষ্ট।’

অন্যদিকে সাফা কবির বলেন, ‘অপূর্ব ভাইয়া শুরু থেকেই আমাকে ভীষণ সহযোগিতা করে আসছেন। শুটিংয়ের সময় সহশিল্পীর প্রতি তার পূর্ণ সহযোগিতার কারণেই নাটকের গল্প একটু বেশিই অসাধারণ হয়ে ওঠে। ভালোবাসা দিবসে অপূর্ব ভাইয়ার সঙ্গে কাজগুলোর জন্য বেশি সাড়া পাচ্ছি। এরই মধ্যে আরো দুটি নাটকে অভিনয় করেছি। দুটি নাটকই ভালো হয়েছে। দর্শকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা, আমাদের অভিনীত নাটকগুলোর প্রতি আগ্রহ প্রকাশের জন্য।’ সম্প্রতি মাহমুদুর রহমান হিমির ‘তোমার জন্য’, মাবরুর রশীদ বান্নাহর ‘মেয়েটার ছেলেটা’, ‘তনিমা’ নাটকে দুজনের অভিনয় বেশ প্রশংসিত হয়েছে।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads