আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, দুর্নীতির দায়ে আদালতের রায়ে দণ্ডপ্রাপ্ত আসামির জন্য কেউ আন্দোলন করবে না। আজ বুধবার দুপুরে কুষ্টিয়ার নিজ বাসভবনে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সব রাজনৈতিক দলের আন্দোলন করার অধিকার আছে একথা উল্লেখ করে হানিফ প্রশ্ন রাখেন, আন্দোলনটা বিএনপি নাকি ঐক্যফ্রন্ট করবে।
তিনি বলেন, ‘জনবিচ্ছিন্ন ব্যক্তিরা বিএনপির সাথে ঐক্যফ্রন্ট গড়েছে। বিএনপির শক্তিই তাদের মূল শক্তি।’
এক প্রশ্নের জবাবে হানিফ বলেন, ‘সংবিধানের নির্দেশনা অনুযায়ী তফসিল এবং নির্বাচন পেছানোর সুযোগ নেই। ২০১৯ সালের ২৬ জানুয়ারী সংসদের মেয়াদ শেষ হবে। সংবিধান অনুযায়ী সংসদের মেয়াদ শেষ হওয়ার পূর্ববর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন হবে।’
পরে বিকেলে তিনি কুষ্টিয়া পৌরসভার কয়েকটি উন্নয়মূলক কাজের উদ্বোধন করেন। এছাড়াও তিনি কুষ্টিয়া শহরের উত্তর লাহিনীপাড়ায় ওয়ার্ড আওয়ামী লীগ আয়োজিত এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন।