দক্ষ প্রকৌশলী তৈরিতে আগ্রহী জাপানের প্রতিষ্ঠান

রোববার সকালে রাজশাহীর ওয়ারিশন হোটেলে আয়োজিত এক আলোচনায় বক্তব্য রাখছেন জাপানি প্রতিষ্ঠান হলোর টেকনোলজির চীফ অপারেটিং অফিসার মিতসুমাসা সুৎসুই

প্রতিনিধির পাঠানো ছবি

শিক্ষা

দক্ষ প্রকৌশলী তৈরিতে আগ্রহী জাপানের প্রতিষ্ঠান

  • রাবি প্রতিনিধি
  • প্রকাশিত ৪ মার্চ, ২০১৯

বিশ্বমানের ইলেক্ট্রনিক ইন্ডাস্ট্রির জন্য বাংলাদেশে দক্ষ প্রকৌশলী তৈরিতে আগ্রহী জাপানের প্রযুক্তি প্রতিষ্ঠান ‘হলোর টেকনোলজি’। আর এটির সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস দিয়েছে জাপান আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (জাইকা)।

প্রাথমিক উদ্যোগ হিসেবে এরইমধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্টনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সঙ্গে একটি সমঝোতা স্মারক চুক্তি সই করেছে এই প্রযুক্তি প্রতিষ্ঠানটি। 

রোববার সকালে রাজশাহীর ওয়ারিশন হোটেলে আয়োজিত এক আলোচনায় বিষয়টি জানান হলোর টেকনোলজির চীফ অপারেটিং অফিসার মিতসুমাসা সুৎসুই।

জাপানের অন্যতম এই প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রধান এই কর্মকর্তা জানান, বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিষয়ে পাঠদান করা হলেও ইলেকট্রনিক্স চিপ ডিজাইন (বিশেষকরে এনালগ সার্কিট ডিজাইন) এ বিশ্বমানের ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রির জন্য যথেষ্ট নয়। যে সব বিশ্ববিদ্যালয় আগ্রহী তাদের আমরা পরামর্শ এবং ট্রেনিং এর মাধ্যমে ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রি জন্য উপযোগী করে তোলা হবে। এর মাধ্যমে একজন শিক্ষার্থী বর্তমান প্রতিযোগিতাপূর্ণ বিশ্বে  দক্ষ জনশক্তি হিসেবে তৈরি হতে পারবেন।

পাশাপাশি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), ইউনাইটেড ইন্টারন্যাশন্যাল ইউনিভার্সিটি (ইউআইইউ) এর সাথে সমঝোতা চুক্তির কথা রয়েছে। এছাড়াও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ও অন্যান্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সঙ্গেও আলোচনা করবেন তারা।

হলোর টেকনোলজি ও মিতসুমাসা সুৎসুই কে বাংলাদেশে উদ্যোগের ব্যাপারে আগ্রহী করে তোলেন হলোর টেকনোলজির সিনিয়র ইঞ্জিনিয়ার আশরাফু ইসলাম ও তৌহিদুল ইসলাম।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads