আটকে পড়া শিশুদের উদ্ধারে অভিযান চালানো হচ্ছে

ছবি সংগৃহীত

এশিয়া

থাইল্যান্ডে গুহায় উদ্ধার অভিযানে ডুবুরির মৃত্যু

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ৬ জুলাই, ২০১৮

থাইল্যান্ডে গুহায় আটকে পড়া ১২ কিশোর ফুটবলার এবং তাদের কোচকে উদ্ধারে পরিচালিত অভিযানের সময় এক ডুবুরি নিহত হয়েছেন।

নিহত ডুবুরির নাম সামান গুনান (৩৮)।  তিনি থাই নেভির একজন সাবেক সদস্য ছিলেন।

গুহায় কিশোরদের আটকে পড়ার খবর শুনে তিনি স্বেচ্ছায় উদ্ধার অভিযানে অংশ নিয়েছিলেন সানান গুনান।  তার কাজ ছিল অক্সিজেন সরবরাহ করা।  গুহা থেকে বের হওয়ার সময় অক্সিজেনের ঘাটতির কারণে শুক্রবার সকালে তিনি মারা যান।

গুহা থেকে ফুটবলারদের উদ্ধারে নৌবাহিনীর ডুবুরি, সামরিক বাহিনী এবং বেসামরিক স্বেচ্ছাসেবকসহ প্রায় এক হাজার উদ্ধারকারী কাজ করছেন।

গত ২৩ জুন ১১ থেকে ১৬ বছর বয়সী ১২ ফুটবলার ও তাদের ২৫ বছর বয়সী কোচ চিয়াং রাইয়ের ‘থাম লুয়াং নায় নন’ গুহায় প্রবেশ করে। পরে প্রবল বৃষ্টিতে গুহার প্রবেশপথ বন্ধ হয়ে তারা ভতরে আটকা পড়ে।

আটকে পড়া শিশুরা জীবিত আছে বলে গত সোমবার নিশ্চিত হয়েছে উদ্ধারকারীরা।

আটকা পড়া কিশোরদের বয়স ১১ থেকে ১৬ বছরের মধ্যে আর তাদের কোচ এক্কাপোল জানথাওংয়ের বয়স ২৫। তারা যে গুহায় আটকে পড়েছে সেটি ১০ কিলোমিটার দীর্ঘ। এটি থাইল্যান্ডের দীর্ঘতম গুহা। কম প্রশস্ত ও অনেকগুলো প্রকোষ্ঠ থাকায় এর ভেতর চলাচল করা কঠিন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads