বিভিন্ন চাপের মধ্যেও আয় বেড়েছে ফেসবুকের। এ বছরের তৃতীয় প্রান্তিকে প্রতিষ্ঠানটির রেভিনিউ হয়েছে ১৩ দশমিক ৫ বিলিয়ন ডলার এবং মোট আয়ের পরিমাণ দাঁড়িয়েছে ৫ দশমিক ১ বিলিয়ন ডলার। এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমটি। এ সময় ফেসবুকের প্রতি মাসে সক্রিয় ব্যবহারকারী ছিলেন ২ দশমিক ২৭ বিলিয়ন, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১০ শতাংশ বেশি। এছাড়া ৯ শতাংশ বেড়ে দৈনিক সক্রিয় ব্যবহারকারী ১ দশমিক ৪৯ বিলিয়নে উন্নীত হয়েছে।
ফেসবুকের বিবৃতিতে বলা হয়েছে, বিজ্ঞাপন থেকে আয় বাড়ায় শীর্ষে আছে এশিয়া প্যাসিফিক অঞ্চল। এ অঞ্চলে বিজ্ঞাপন থেকে আয় বেড়েছে ৩৮ শতাংশ। এরপরই আছে ইউরোপ ও উত্তর আমেরিকা, যেখানে বিজ্ঞাপন বাবদ আয় বেড়েছে যথাক্রমে ৩৪ শতাংশ ও ৩৩ শতাংশ।
ফেসবুক জানিয়েছে, বর্তমানে প্রতি মাসে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম ও মেসেঞ্জার ব্যবহার করেন ২ দশমিক ৬ বিলিয়নের বেশি মানুষ। এছাড়া এসব সেবার অন্তত একটি ব্যবহার করে এমন ব্যবহারকারীর সংখ্যা গড়ে ২ বিলিয়নের বেশি।
ফেসবুকের এক বিশ্লেষণে বলা হয়েছে, বিজ্ঞাপন থেকে যা আয় হয়েছে তার ৯২ শতাংশই এসেছে মোবাইল ফোন প্ল্যাটফর্মের বিজ্ঞাপন থেকে, যার পরিমাণ ১২ দশমিক ৫ বিলিয়ন ডলার।