বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে তিন মাস কোনো চিকিৎসা দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, ‘আদালতের নির্দেশে প্রায় সাড়ে তিনমাস পর গত রোববার আদালত গঠিত মেডিকেল বোর্ড খালেদা জিয়াকে পরীক্ষা করতে যায়। তারা পরীক্ষা করে দেখে বিস্মিত হয়েছেন যে, দীর্ঘসময় ধরে খালেদার কোনো রকম রক্ত পরীক্ষা, ব্লাড সুগার, এক্সরে পরীক্ষা করা হয়নি, তার ব্লাড প্রেসার মাপা হয়নি, তাকে কোনো চিকিৎসা দেয়া হয়নি।’
আজ মঙ্গলবার রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
বিএনপি মহাসচিব বলেন, পরিত্যক্ত কারাগারে খালেদা জিয়াকে চিকিৎসা না দিয়ে তাকে মৃত্যুমুখে ঠেলে দেয়ার ষড়যন্ত্র করছে সরকার। তাকে যথাসময়ে সুচিকিৎসা না দেওয়া এবং কয়েকদিন পরপর হুইল চেয়ারে করে আদালতে হাজির করে মানসিকভাবে হেনস্তা করা সরকারের ষড়যন্ত্রের অংশ।
তিনি বলেন, সরকারের কাছ থেকে এই ধরনের আচরণ খালেদা জিয়ার প্রাপ্য নয়। অবিলম্বে খালেদাকে মুক্তি দিয়ে তার সুচিকিৎসা নিশ্চিত করার দাবি জানান ফখরুল।
বিএনপি নেতা আরও বলেন, তাদের চেয়ারপার্সনের যদি কোনো শারীরিক ক্ষতি হয় তার সমস্ত দায়-দায়িত্ব সরকারকেই বহন করতে হবে।
খালেদার সুচিকিৎসার জন্য বাড়তি খরচের প্রয়োজন হলে সেটি বহন করতে দল প্রস্তুত রয়েছে বলেও জানান বিএনপি মহাসচিব।