জেলার মুকসুদপুরে তিন বন্ধু মিলে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গত রোববার রাতে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের কমদপুর দক্ষিণপাড়ায় এ ঘটনা ঘটেছে। ধর্ষণের শেষে গৃহবধূর কাছ থেকে ৯ হাজার টাকা ও গৃহবধূর মোবাইলফোন সেটও নিয়ে যায় বখাটেরা। এ ঘটনায় তিনজনকে আসামি করে মুকসুদপুর থানায় ধর্ষণ মামলা করেছে ওই গৃহবধূর স্বামী।
মামলা সূত্রে জানা গেছে, ফাঁকা বাড়িতে ওই গৃহবধূর বাসায় মেয়েলি কণ্ঠে ডাক দিলে দরজা খোলার সঙ্গে সঙ্গে কিছু বোঝার আগেই কদমপুর গ্রামের নাওরা পাড়ার তিন বন্ধু ঘরে ঢুকে। তখন তারা ঘরে থাকা দেশীয় অস্ত্রের ( দা) ভয় দেখিয়ে তাকে পালাক্রমে ধর্ষণ করে। তিন বন্ধু হলো- কদমপুর গ্রামের গফুর শেখের ছেলে হেমায়েত (৩৫), নাননু শেখের ছেলে বশির শেখ (২৫) ও মনির মোল্যার ছেলে ইয়াসিন মোল্যা (২৩)।
মুকসুদপুর থানার পরিদর্শক (তদন্ত) খন্দকার আমিনুর রহমান জানান, ভিকটিমের ডাক্তারি পরীক্ষার জন্য গোপালগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।