তাড়াশে বাসচাপায় মাদ্রাসাছাত্র নিহত

ছবি : বাংলাদেশের খবর

দুর্ঘটনা

তাড়াশে বাসচাপায় মাদ্রাসাছাত্র নিহত

  • মনিরুল ইসলাম, তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশিত ২৪ সেপ্টেম্বর, ২০২০

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় সাইকেল আরোহী এক মাদ্রাসাছাত্র বাসের চাকায় পিষ্ট হয়ে নিহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে তাড়াশ-ভুইঞাগাতী আঞ্চলিক সড়কের ধাপের ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শাহরিয়ার হোসেন (১৫) মাধাইনগর ইউনিয়নের উত্তর মথুরাপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন উত্তর মথুরাপুর গ্রামের শিক্ষক আব্দুল আলিম।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওয়াশীন কওমী হাফিজিয়া মাদ্রাসার ছাত্র শাহরিয়ার হোসেন সাইকেল চালিয়ে তাড়াশ বাজারে আসছিলেন। পথে তাড়াশ থেকে সিরাজগঞ্জগামী সোনার মদিনা পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ প্রসঙ্গে তাড়াশ থানার ওসি মোয়াজ্জেম হোসেন জানান, মাদ্রাসা ছাত্র শাহরিয়ারের মৃতদেহ উদ্ধার করা হচ্ছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads