তালা (সাতক্ষীরা) প্রতিনিধি:
সাতক্ষীরার তালা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন উপজেলা বিএনপি ও অংগসংগঠনের নেতৃবৃন্দ। বুধবার (৭ আগষ্ট) সকালে তালা প্রেসক্লাব হলরুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
তালা প্রেসক্লাবের আহবায়ক এম এ হাকিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি মৃনাল কান্তি রায়, সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ শফিকুল ইসলাম, যুগ্ন আহবায়ক মোশারফ হোসেন, ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটু, উপজেলা যুব দলের সভাপতি মির্জা আতিয়ার রহমান, সাবেক সভাপতি স ম ইয়াছিন উল্লাহ, সাংবাকিদ গাজী সুলতান আহম্মেদ, গাজী জাহিদুর রহমান, এম এ ফয়সাল, সেলিম হায়দার, শফিকুল ইসলাম, রোকনুজ্জামান টিপু, সব্যসাচী মজুমদার বাপ্পী, শিরিনা সুলতানা, জাহাঙ্গীর হোসেন, মোঃ খলিলুর রহমান, সুমন রায় গনেশ, মোঃ তরিকুল ইসলাম, প্রমুখ। এসময় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় বিএনপির নেতৃবৃন্দরা বলেন, তালা প্রেসক্লাব কারো ব্যক্তিগত সম্পদ নয় এটা সর্ব সাধারনের জন্য। এই প্রেস ক্লাব দূবৃত্রে হাত থেকে রক্ষা করার দায়িত্ব আমাদের সকলের। সাংবাদিকরা জাতির বিবেক তাদের ও রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব। সাংবাদিকদের কল্যান ও অধিকার আদায়ে আমরা সব সময় পাশে থাকবো।