ঢাবিতে ২৪ ঘণ্টার জন্য বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা

সংগৃহীত ছবি

শিক্ষা

ঢাবিতে ২৪ ঘণ্টার জন্য বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ৯ মার্চ, ২০১৯

আগামী সোমবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন। এ নির্বাচন উপলক্ষে রোববার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা পর্যন্ত ক্যাম্পাসে বহিরাগত মানুষ এবং যানবাহন চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

এসময় বৈধ পরিচয়পত্র ছাড়া কেউ ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে প্রবেশের অনুমতি পাবে না এবং ঢাবি স্টিকার বা পাস ছাড়া কোনো যানবাহনকে ক্যাম্পাস এলাকায় চলাচলের অনুমতি দেওয়া হবে না।

আসন্ন ডাকসু নির্বাচনের নিরাপত্তা বিষয়ক নির্দেশনা নিয়ে শনিবার শাহবাগ থানায় এক সংবাদ সম্মেলনে ব্রিফ করেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া।

তিনি বিশ্ববিদ্যালয়ের ছাত্র, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের এই সময়ে বৈধ পরিচয়পত্র নিয়ে চলাচল করার আহ্বান জানান।

ডিএমপি প্রধান জানান, বিশ্ববিদ্যালয়ের সাতটি প্রবেশপথে চেকপোস্ট স্থাপন করা হবে এবং সকল নির্বাচনী বুথগুলোকে সিটিসিভি ক্যামেরার মাধ্যমে নজরদারি করা হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads