ঢাকায় মাদক বিরোধী অভিযানে গ্রেফতার ৪৯

ঢাকার বিভিন্ন থানা এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৪৯ জনকে গ্রেফতার করা হয়েছে

ছবি প্রতীকী

অপরাধ

ঢাকায় মাদক বিরোধী অভিযানে গ্রেফতার ৪৯

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১৩ জুন, ২০১৮

রাজধানী ঢাকার বিভিন্ন থানা এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৪৯ জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ বলছে, গ্রেফতারকৃতরা মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িত।

গতকাল মঙ্গলবার সকাল ছয়টা থেকে আজ বুধবার সকাল ছয়টা পর্যন্ত মাদকবিরোধী বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ (ডিবি) যৌথভাবে রাজধানীর বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করে।

ডিএমপির গণমাধ্যম শাখা থেকে জানানো হয়, অভিযানে গ্রেপ্তার ৪৯ জনের কাছ থেকে ৫ হাজার ৯৮৯টি ইয়াবা বড়ি, ১ কেজি ১৩৬ গ্রাম হেরোইনের ৬৬৪টি পুরিয়া, ৯৫০ গ্রাম গাঁজা, ২৭৫ বোতল ফেনসিডিল, ৭২ ক্যান বিয়ার ও ৮০টি নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫১টি মামলা করা হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads