আজ শুক্রবার বিকেল ৬টার দিকে ঢাকায় এসে পৌঁছান ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং

ছবি সংগৃহীত

জাতীয়

ঢাকায় ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১৩ জুলাই, ২০১৮

ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং ঢাকায় এসে পৌঁছেছেন। আজ শুক্রবার বিকেল ৬টার দিকে তিনদিনের সফরে রাজনাথ ও তার সফরসঙ্গীদের নিয়ে একটি বিশেষ বিমান বিমান বাহিনীর বঙ্গবন্ধু বিমান ঘাঁটিতে অবতরণ করে।

ঢাকায় পৌঁছার পর রাজনাথ সিংকে স্বাগত জানান বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।  এ সময় সেখানে ভারতের হাইকমিশনার হর্ষবর্ধণ শ্রিংলাও উপস্থিত ছিলেন। 

বিমান বাহিনীর ঘাঁটি থেকে রাজনাথ সিংকে সরাসরি রাজধানীর হোটেল সোনারগাঁয় নিয়ে যাওয়া হয়।  

সফরের সময় ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবেন।

বিকেলে দিল্লি থেকে বিমানে ওঠার আগে রাজনাথ সিং এক টুইট বার্তায় লিখেছেন, ‘তিন দিনের বাংলাদেশ সফরে ঢাকার উদ্দেশে রওনা হচ্ছি। ইতিহাস, সংস্কৃতি, ভাষা এবং গণতান্ত্রিক মূল্যবোধই ভারত ও বাংলাদেশের সম্পর্কের মূল। ভারত, বাংলাদেশের সঙ্গে সম্পর্কিত থাকতে চায়’।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads