মালয়েশিয়ার প্রতিরক্ষামন্ত্রী মো. সাবু

ছবি সংরক্ষিত

জাতীয়

ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রতিরক্ষামন্ত্রী

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ১১ জুলাই, ২০১৮

মালয়েশিয়ার প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ সাবু’র নেতৃত্বাধীন সে দেশের একটি প্রতিনিধি দল এক সরকারি সফরে আগামীকাল ঢাকা আসছেন।

বাংলাদেশ সফরকালে মালয়েশিয়ার এ প্রতিনিধি দলটি কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করবেন।

গত বছরের আগস্ট মাসের পর থেকে মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে দশ লাখের অধিক রোহিঙ্গা জীবন বাঁচাতে তাদের দেশ ছেড়ে বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিনিধি দলের সদস্যরা আগামীকাল বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন। প্রতিনিধি দলটি রোহিঙ্গা শিবির পরিদর্শন শেষে ঢাকার উদ্দেশে যাত্রা করার আগে চট্টগ্রামে রোহিঙ্গা ইস্যু নিয়ে এক সংবাদ সম্মেলন করবেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads