ঢাকাই চলচ্চিত্রে অভিষেকের অপেক্ষায় যারা রয়েছেন তাদের মধ্যে অন্যতম অধরা খান। পরপর তিনটি ছবির চিত্রায়ণ শেষ করেছেন তিনি। এখন পর্যন্ত কোনো ছবি মুক্তি না পেলেও তাকে নিয়ে বেশ আশাবাদী পরিচালকরা। সম্প্রতি ইস্পাহানী আরিফ জাহান ঘোষণা দিয়েছেন নতুন ছবির। ‘ড্রিম গার্ল’ শিরোনামের এ ছবিতেও নায়িকা চরিত্রে দেখা যাবে অধরাকে। বাংলাদেশের খবরকে এমনটাই জানিয়েছেন অধরা খান। অধরা বলেন, ‘এটি আমার জন্য বিশেষ প্রাপ্তি। এই ভালোবাসার প্রতিদান ভালো কাজ দিয়ে দিতে চাই।’
অধরা আরো জানান, ইস্পাহানী আরিফ জাহানের ‘নায়ক’ ছবির চিত্রায়ণ প্রায় শেষের দিকে। গানের চিত্রায়ণগুলো শেষ হলেই ক্যামেরা ক্লোজ হবে। এরই মধ্যে একই পরিচালকের নতুন ছবিতে কাজ করায় সারপ্রাইজড তিনি। ‘নায়ক’ ছবিতে অধরার বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়ক বাপ্পী চৌধুরী।
শাহীন সুমনের ‘পাগলের মতো ভালোবাসি’ ছবি দিয়ে চলচ্চিত্রে পথচলা শুরু অধরার। সম্পাদনা শেষে ছবিটি এখন সেন্সরে যাওয়ার অপেক্ষায়। একই পরিচালকের ‘মাতাল’ ছবিতেও অভিনয় করছেন অধরা। এতে তার বিপরীতে রয়েছেন চিত্রনায়ক সাইমন সাদিক। ছবিটির চিত্রায়ণ প্রায় ৯০ ভাগ শেষ হয়েছে বলে জানান তিনি।





