প্রায় সময়ই আমরা ভুল করে আমাদের অনেক গুরুত্বপূর্ণ মিডিয়া ফাইল মুছে ফেলি। অনলাইন সার্ভার থেকে মুছে ফেলা ফাইল ফিরে পাওয়াটা প্রায় অসম্ভবই বলা চলে।
তবে এ সমস্যা থেকে পরিত্রাণ দিতে অনেক দিন ধরেই কাজ করছিল হোয়াটসঅ্যাপ। ব্যবহারকারীদের ভুল করে মুছে ফেলা ছবির গুরুত্ব বুঝেই নতুন এই ফিচার নিয়ে হাজির হয়েছে জনপ্রিয় এই মেসেজিং অ্যাপ।
যেভাবে ফিরে পাবেন মুছে ফেলা ছবি
হোয়াটসঅ্যাপ চ্যাট ওপেন করে যেখান থেকে মেসেজটি এসেছিল বা পাঠানো হয়েছিল, সেটি চালু করুন। তারপর মুছে ফেলা ছবিটির ওপর আঙুল চেপে ধরে থাকুন। তাহলেই আপনার ডিলিট করা ছবিটি ফিরে আসবে ফটো গ্যালারিতে। তবে এই পুরো প্রক্রিয়াটি সম্ভব তখনই যখন আপনি হোয়াটসঅ্যাপের আপগ্রেডেড ভার্সনটি ব্যবহার করবেন।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকজুস এক প্রতিবেদনে জানায়, কোনো মিডিয়া ফাইল ডিলিট করার পরও হোয়াটসঅ্যাপ তা নিজস্ব সার্ভারে ত্রিশ দিন রেখে দেয়। আর সে কারণেই এ সময়ের মধ্যে ছবিটি ফিরে পাওয়া সম্ভব। তবে কেউ যদি হোয়াটসঅ্যাপের সেই চ্যাটের কথোপকথন সম্পূর্ণ ডিলিট করে দেন তাহলে আর মুছে ফেলা ছবি ফিরে পাওয়া যাবে না।