ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) উপ-নির্বাচন তিন মাস পর নাও হতে পারে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক প্রেসিডেন্ট হুসেইন মুহম্মদ এরশাদ।
গতকাল বুধবার দুপুরে রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির সাবেক উপ-পরিচালক ও উত্তর বঙ্গ বৌদ্ধ পরিষদ সভাপতি উত্তম কুমার বড়ুয়া জাতীয় পার্টিতে যোগদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
নির্বাচন নিয়ে শংকা প্রকাশ করে হুসেইন মুহম্মদ এরশাদ বলেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) উপ-নির্বাচনে আমার ভাল দুইজন মেয়র প্রার্থী ছিল, কিন্তু প্রার্থী ঘোষণা করার আগেই নির্বাচন স্থগিত হয়ে গেছে। এ নির্বাচন তিন মাস পর হতেও পারে, নাও হতে পারে।
উল্লেখ্য, গতকাল ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়রের শূন্য পদে উপ-নির্বাচন ৩ মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। গত ৯ জানুয়ারি ডিএনসিসির উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।
প্রধানমন্ত্রীর বিশেষ দুত এইচ এম এরশাদ বলেন, আওয়ামী লীগ-বিএনপির প্রতি মানুষের প্রতি আস্থা নেই। কারণ, এই দলের শাসন আমল মানুষ দেখেছে। দেশের মানুষ এখন হানাহানি, গুম, হত্যা, ধর্ষন, চাঁদাবাজি, টেন্ডারবাজি, সন্ত্রাস এগুলো দেখতে চায় না। মানুষ এখন শান্তি চায়, নিরাপত্তা চায়। মানুষের মনে আশার সঞ্চয় হয়েছে। শান্তি, উন্নয়ন ও নিরাপত্তার একমাত্র ভরশা জাতীয় পাটি।
যোগদান অনুষ্ঠানে পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি, প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা মহানগর উত্তর সভাপতি এসএম ফয়সল চিশতী, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সেন্টু এবং যুগ্ম-সাধারণ সম্পাদক কাজী আবুল খায়ের প্রমূখ এসময় উপস্থিত ছিলেন।