ডায়ানার টায়রা মাথায় কেট

প্রিন্সেস ডায়ানা ও ডাচেস অব ক্যামব্রিজ কেট

সংগৃহীত ছবি

যুক্তরাজ্য

ডায়ানার টায়রা মাথায় কেট

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ২৫ অক্টোবর, ২০১৮

শাশুড়ির গহনা সাধারণত পুত্রবধূরাই পেয়ে থাকেন। তবে সেই শাশুড়ি যদি হন বিশেষ কেউ, তাহলে তার জিনিস কার কাছে রয়েছে বা কে ব্যবহার করছেন তা নিয়ে বিশ্ববাসীর কৌতূহল সব সময় থাকে। সেটাই দেখা গেল মঙ্গলবার রাতে ব্রিটিশ রাজপরিবারের এক নৈশভোজে। ডাচ রাজা উইলিয়াম আলেকজান্ডার ও রানী ম্যাক্সিমার সম্মানে দেওয়া এই নৈশভোজে শাশুড়ি প্রিন্সেস ডায়ানার একটি হীরার টায়রা পরে স্বামী প্রিন্স উইলিয়ামের সঙ্গে উপস্থিত হন ডাচেস অব ক্যামব্রিজ কেট। এটি দেখে উপস্থিত অনেকেই আপ্লুত হয়ে পড়েন। তাদের মনের মধ্যে ভেসে ওঠে প্রয়াত ডায়ানার ছবি। খবর ডেইলি মেইল।

‘লাভারস নট’ নামের এই টায়রাটি ১০০ বছরেরও বেশি পুরনো। ১৯১৪ সালে কুইন মেরি টায়রাটি রানী এলিজাবেথকে দেন। পরে এটির অধিকারী হন রানী দ্বিতীয় এলিজাবেথ। প্রিন্স চার্লসের সঙ্গে যখন বিয়ে হয় তখন টায়রাটি উপহার হিসেবে পান প্রিন্সেস ডায়ানা। প্রিন্স চার্লসের সঙ্গে বিয়েবিচ্ছেদ হওয়ার পর সেটি রানীকে ফেরত দেন তিনি। ২০১৫ সাল পর্যন্ত এটি লোকচক্ষুর আড়ালে থাকে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads