ডাকসু নির্বাচন: ছাত্রদলের প্যানেলের ভিপি অনিক ও জিএস আনিস

সংগৃহীত ছবি

শিক্ষা

ডাকসু নির্বাচন: ছাত্রদলের প্যানেলের ভিপি অনিক ও জিএস আনিস

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ২৫ ফেব্রুয়ারি, ২০১৯

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের জন্য প্যানেল ঘোষণা করেছে বিএনপির অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল।

ডাকসু নির্বাচনে ছাত্রদলের প্যানেলে সলিমুল্লাহ মুসলিম হল শাখার সাবেক যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমানকে সহ সভাপতি (ভিপি) ও শহীদ সার্জেন্ট জহুরুল হক হল শাখার যুগ্ম আহ্বায়ক আনিসুর রহমান খন্দকার অনিককে সাধারণ সম্পাদক (জিএস) এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল শাখার যুগ্ম আহ্বায়ক খোরশেদ আলম সোহেলকে সহসাধারণ সম্পাদক (এজিএস) প্রার্থী করে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে সংগঠনটি।

আজ সোমবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে সংবাদ সম্মেলন করে প্যানেল ঘোষণা করেন ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আল মেহেদী তালুকদার ও সাধারণ সম্পাদক আবুল বাসার সিদ্দিকী। ডাকসুর কেন্দ্রীয় সংসদের পাশাপাশি আবাসিক হলগুলোতেও নিজেদের প্রার্থী চূড়ান্ত করেছে ছাত্রদল৷

এ ছাড়া স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক: জাফরুল হাসান নাদিম,বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক: মাকসুদুর রহমান, কমনরুম ও ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক: কানেতা ইয়ালাম আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক: আশরাফুল আলম উজ্জল, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক: মিনহাজ আহমেদ প্রিন্স, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক: কাইয়ূম উল ইসলাম, ক্রীড়া সম্পাদক: মনিরুজ্জামান মামুন, ছাত্রপরিবাহন বিষয়ক সম্পাদক: মাহফুজুর রহমান চৌধুরী, সমাজ সেবা সম্পাদক: তৌহিদুল ইসলাম।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads